ব্যুরো: ফাস্ট বোলার মহম্মদ ইরফানকে আপাতত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোনও ধরণের ক্রিকেটে তিনি এই মুহূর্তে খেলতে পারবেন না। সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগ চলাকালীন ইরফানের বিরুদ্ধে বুকিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে। এরপরই তদন্ত শুরু করে পাক বোর্ড। সূত্রের খবর পাক বোর্ডের কাছে গোটা ঘটনাটি স্বীকারও করে নিয়েছেন পাক পেস বোলার। কড়া অবস্থান নিয়ে  ইরফানকে সাসপেন্ডকে করার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। চোদ্দ দিনের মধ্যে পাক বোর্ডের কাছে জবাব দিতে হবে ইরফানকে। অভিযোগ প্রমাণিত হলে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হতে পারেন পাক পেসার। (পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন মার্লন স্যামুয়েলস?)