ক্যারিবিয়ান সফরে নেতৃত্বে বিরাট, বিশ্রামে হার্দিক! দলে মনীশ-শ্রেয়স, টেস্টে ঋদ্ধির প্রত্যাবর্তন
টেস্ট দলের মিডল অর্ডারে অনেক সিনিয়রকে টপকে জায়গা করে নিয়েছেন হনুমা বিহারি।
নিজস্ব প্রতিবেদন: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। অবসর প্রশ্নে জল ঢেলে দিয়ে এমএসডি জানিয়ে দিয়েছেন, আগামী দু'মাস তিনি ক্রিকেট খেলবেন না।ক্রিকেট থেকে ছুটি নিচ্ছেন। আগামী দু'মাস ধোনি টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্ট-এ একটি বিশেষ ট্রেনিংয়ে ব্যস্ত থাকবেন। তাই ধোনিকে বাদ দিয়েই ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনে বসেছিলেন এমএসকে প্রসাদরা। ক্যারিবিয়ান সফরে তাই এক নম্বর উইকেটকিপার হিসেবে যাচ্ছেন ঋষভ পন্থ। গোটা সফরেই খেলবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সেই মতোই ওয়েস্ট ইন্ডিজে অধিনায়ক হয়েই যাচ্ছেন বিরাট কোহলি। গোটা সফরেই হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বিশ্রামে জশপ্রীত বুমরাহ। তবে টেস্টে ফিরছেন তিনি।
বিশ্বকাপ পরবর্তী সময়ে দলের মিডল অর্ডারকে মজবুত করতে ক্যারিবিয়ান সফরে সুযোগ পেলেন শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডেরা। বিশ্বকাপে চোট পাওয়া শিখর ধাওয়ান টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে ফিরলেও টেস্ট দলে তাঁর জায়গা হয়নি। তেমনই ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। টেস্ট দলে সহ অধিনায়ক হিসেবে ফিরলেন আজিঙ্কে রাহানে। অস্ট্রেলিয়ায় ওপেন করে দুটি টেস্টে দুটি হাফসেঞ্চুরি করেছিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ক্যারিবিয়ান সফরে টেস্ট দলে সুযোগ পেলেন তিনিও। লোকেশ রাহুলও টেস্টে দলের সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসেবে যাচ্ছেন। টেস্ট দলের মিডল অর্ডারে অনেক সিনিয়রকে টপকে জায়গা করে নিয়েছেন হনুমা বিহারি। ধোনি পরবর্তী যুগে পন্থকেই ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবে ভাবা হচ্ছে ঋষভ পন্থকে। চোট ও খারাপ ব্যাটিং ফর্ম বার বার পিছিয়ে দিয়েছে ঋদ্ধিকে। পন্থ এসে যাওয়ায় দ্বিতীয় কিপার হয়েই ক্যারিবিয়ান সফরে যেতে হচ্ছে ঋদ্ধিমান সাহাকে। টেস্ট দলে ফিরলেন ভারতের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
একনজরে দেখে নেব ক্যারিবিয়ান সফরে ভারতীয় দল-
টি-টোয়েন্টি: বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ(উইকেটকিপার), ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহর, নভদীপ সাইনি।
ওয়ান ডে : বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ(উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি।
টেস্ট : বিরাট কোহলি(অধিনায়ক), আজিঙ্কে হারানে (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহমম্দ শামি, জশপ্রীত বুমরাহ, উমেশ যাদব।
তেসরা অগাস্ট থেকে তেসরা সেপ্টেম্বর- ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। ক্যারিবিয়ান সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। তারপর ২২ অগাস্ট থেকে শুরু টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। এই সফরে ২টি টেস্ট খেলবে ভারতীয় দল।
আরও পড়ুন - সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন সানিয়া মির্জা-মহম্মদ আজহারুদ্দিন!