নিজস্ব প্রতিবেদন : শেষ পর্যন্ত নির্বাসন উঠতে চলেছে শান্তাকুমারন শ্রীসন্থ৷ পরের বছর সেপ্টেম্বর মাস থেকে স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িত শ্রীসন্থের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিসিসিআই-এর অম্বুডসম্যান ডিকে জৈন৷ বাইশ গজে ফের ফিরতে পারবেন ৩৬ বছর বয়সী কেরলের এই পেসার৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৩ সালে আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িত থাকায় ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন শান্তাকুমারন শ্রীসন্থ। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে আইপিএলে স্পট-ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থ-সহ রাজস্থানের তিন ক্রিকেটার অঙ্কিত চহ্বাণ ও অজিত চাণ্ডিলাকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই৷ এরপর বিসিসিআই-এর কঠোর এই সিদ্ধান্ত নিয়ে একাধিকবার আদালতে আপিল করলেও বিসিসিআই নরম মনোভাব দেখায় নি। এদিকে আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে ইতিমধ্যেই ছয় বছরের নির্বাসন কাটিয়ে ফেলেছেন শ্রীসন্থ৷


চলতি মাসের ১৫ অগাস্ট, বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির নির্দেশ বিবেচনা করে সুপ্রিম কোর্ট৷ বোর্ডের অম্বুডসম্যান ডিকে জৈন জানান, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে শাস্তি পাচ্ছেন শ্রীসন্থ। সেক্ষেত্রে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শাস্তির মেয়াদ থাকবে। এরপর সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।



অর্থাৎ সাত বছরের নির্বাসন কাটিয়ে ফের বাইশ গজে ফিরতে পারবেন কেরলের এই তারকা পেসার। জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট, ৫৩টি ওয়ান ডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছেন শ্রীসন্থ। নির্বাসন উঠলে পরের বছর ৩৭-এ পা দেবেন শ্রীসন্থ। সেক্ষেত্রে জাতীয় দলে ফেরা তাঁর পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন শ্রীসন্থ।


আরও পড়ুন - বড় ধাক্কা অজি শিবিরে; অ্যাসেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ