নিজস্ব প্রতিবেদন: চন্ডিকা হাথুরুসিংহকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি লিখল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বোর্ড প্রধান নাজমুল হাসানকে চিঠিতে লঙ্কা বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা সাফ জানিয়েছেন, শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহকে চাইছেন তাঁরা। বাংলাদেশ হাথুরুসিংহকে ছাড়লেই চান্দিমলদের হ্যাড স্যারের দায়িত্ব নিতে পারবেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি হয়নি, সময় না পেয়ে বোর্ডকে দুষলেন বিরাট!


দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের লজ্জাজনক হারের পর বেঙ্গল টাইগারদের হ্যাড স্যারের পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন কোচ হাথুরে। সেই মর্মে বিসিবি'কে নিজের ইস্তফাপত্রও দেন তিনি। তবে হাথুরের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৯ পর্যন্ত চুক্তি থাকার জন্যই বাঁধে গন্ডগোল। যদিও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সভাপতি সুমাথিপালা জানিয়েছেন, বাংলাদেশ বোর্ডের সঙ্গে ইতিবাচক কথাই হয়েছে তাঁদের। কোনও রকম শর্ত ছাড়াই বাংলাদেশ হাথুরুকে ছেড়ে দিলে ২০১৯ বিশ্বকাপের জন্য লঙ্কা ব্রিগেডের কোচের দায়িত্ব দেওয়া হবে তাঁকে। 


আরও পড়ুন- রঞ্জির বদলে যুবরাজ কেন ন্যাশনাল অ্যাকাডেমিতে? প্রশ্ন বিসিসিআইয়ের