নিজস্ব প্রতিবেদন: কলকাতা টেস্টের  দামামা বেজে গেল। কলকাতায় পৌঁছে গেল শ্রীলঙ্কা দল। ১৬ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট ম্যাচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন


শহরে চলে এল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইডেনে বিরাট কোহলিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে এলেন চান্ডিমলরা। ১৬ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট ম্যাচ। তবে তার আগে কলকাতায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সে কারণেই একটু আগেই শহরে চলে এলেন থিরিমান্নেরা। বৃহস্পতিবার থেকে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করবে শ্রীলঙ্কা। সম্প্রতি দুবাইতে টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়ে কিছুটা মনোবল বাড়িয়েই ভারতে এসেছে শ্রীলঙ্কা। কিন্তু ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে এখনও কোনও টেস্ট ম্যাচে জেতেনি অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। এমনকী শ্রীলঙ্কার মাটিতে শেষ টেস্ট সিরিজেও ভারতের কাছে হোয়াইওয়াশ হতে হয়েছিল চান্ডিমলদের। তাই বেশ কিছুটা সতর্ক সিংহলীরা।


আরও পড়ুন- কোরিয় প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা মেরি কমের