জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা (Sri Lanka vs Zimbabwe) চলে গেল বিশ্বকাপের (ICC World Cup 2023 Qualifiers) মূল পর্বে। বাছাই পর্বের প্রথম দল হিসেবে এই নজির গড়লের দাসুন শনাকা (Dasun Shanaka) অ্যান্ড কোং। রবিবার জিম্বাবোয়ের বুলাওয়াওর কুইন্স স্পোর্টস ক্লাবে, (Queens Sports Club, Bulawayo) সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে। টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ফিল্ডিং করেছিল। ক্রেগ এরভিনের (Craig Ervine) টিম মাত্র ১৬৫ রান তুলতে পেরেছিল নির্ধারিত ওভারে। জবাবে শ্রীলঙ্কা ১০১ বল হাতে রেখে নয় উইকেট ম্যাচ জিতে নেয়। গতকাল ওয়েস্ট ইন্ডিজ পারেনি। তবে রবির যুদ্ধে এশিয়া চ্যাম্পিয়নরা করে দেখাল। শনাকাদের হাতে চলে এল বিশ্বকাপের টিকিট।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND vs WI: রোহিত চলে এলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সঙ্গী আইপিএল মাতানো তারকা ব্যাটার


এদিন জিম্বাবোয়েকে মুখ তুলতে দেননি দিলশন মধুশঙ্কা ও মহেশ থিকসানা। মধুশঙ্কা নেন তিন উইকেট। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মহেশ। জোড়া উইকেট এসেছে মাথিসা পাথিরানার। জিম্বাবোয়ের ব্য়াটারদের মধ্যে সর্বোচ্চ রান সিন উইলিয়ামসের। ৫৭ বলে ৫৬ করেছেন তিনি। এরপর থাকবেন সিকন্দর রাজা। তারকা ক্রিকেটার করেছেন ৩২ রান। দলের আর একজন ব্যাটারও কুড়ির গণ্ডি টপকাতে পারেননি। এই রান তাড়া করতে নেমেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসঙ্কা ও দিমুথ করুণারত্নে। নিসঙ্কা ১০২ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন। ঝকঝকে সেঞ্চুরিতে রেখেছিলেন ১৪টি চার। করুণারত্নে ৩০ রানে ফিরে যাওয়ার পর, কুশল মেন্ডিস ২৫ রানে অপরাজিত থাকেন নিসঙ্কার সঙ্গে।


বিশ্বকাপের নিয়ম মেনে আইসিসির ক্রমতালিকায় থাকা প্রথম আট দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাকি আট দলকে খেলতে হয় বাছাই পর্বে। মূল পর্বে খেলার সুযোগ পায় দু'টি দল। সেই নিয়মে এবার বিশ্বকাপ থেকে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত ক্যারিবিয়ানদের। কিন্তু মাত্র ১৮১ রানে অল-আউট হল উইন্ডিজ। তিন উইকেটে জিতে গেল স্কটল্যান্ড। বাছাই পর্বের এই অঘটন অনেকেই মেনে নিতে পারছেন না। একদিনের ক্রিকেটে বিশ্বকাপ শুরু হয় ১৯৭৫ সালে। সেবার তো বটেই, ১৯৭৯ সালেও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ক্লাইভ লয়েডরা। দু'বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া এই প্রথম কাপযুদ্ধ।


আরও পড়ুন: BCCI: বিশ্বকাপের আগে স্বেচ্ছায় ছাড়তে হবে এই কাজ! রাজ্য সংস্থাগুলিকে সাফ নির্দেশ বোর্ডের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)