নিজস্ব প্রতিবেদন: ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা হয়েছিল, বছর তিনেক আগে এই অভিযোগ তুলেছিলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা।  আবারও সেই একই অভিযোগ তুললেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। কলোম্বোয় একটি টিভি চ্যানেলে মাহিন্দানান্দা অতুলগামাগের অভিযোগ, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মাহিন্দানান্দা অতুলগামাগে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলেন ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত। বর্তমানে তিনি সে দেশের বিদ্যুত্ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শ্রীলঙ্কার সিরাসা টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, "সে দিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আমি তখন নিজে ছিলাম এই দেশের ক্রীড়ামন্ত্রী। আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল। আসলে সেই সময় আমি এই সব তথ্য ফাঁস করতে চাইনি।"


 


তাঁর মতে, এতে ক্রিকেটাররা জড়িত ছিল না তবে অন্যান্য বেশ কিছু বিভাগ যুক্ত ছিল। কিন্তু এতদিন পরে অতুলগামাগে এই তথ্য সামনে এনে কী বলতে চাইছেন সেটা নিয়ে ধোঁয়াশা থাকছে।



আরও পড়ুন - কঠোর পদক্ষেপ; গড়াপেটায় জড়িত ক্রিকেটারদের জেলে পাঠাবে PCB!