জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ ভারত ২-০ পকেটে পুরে ফেলেছে। রবিবার অর্থাৎ আজ সিরিজের তৃতীয় ও তথা নিয়মরক্ষার ম্য়াচ খেলতে নেমেছে রোহিত শর্মার (Rohit Sharma) ব্রিগেড। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে (Greenfield International Stadium) চলছে ম্যাচ। কলকাতা থেকে তিরুঅনন্তপুরমে একই বিমানে এসেছে দুই দল। বিমানের মধ্যেই ব্যাটিং মায়েস্ত্রো ও ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ছবি তোলেন দ্বীপরাষ্ট্রের তারকা বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে (Chamika Karuanaratne)। কোহলিকে সারা বিশ্বের ক্রিকেটাররা দেখেন অন্য চোখে। বহু ক্রিকেটারের কাছে তিনি রোল মডেল, কারোর আবার আইডলও। চামিকাও সেই তালিকায়। কোহলিকে নিয়ে আবেগি ইনস্টা পোস্টে বোঝালেন যে, তাঁর হৃদয়ে কোন জায়গায় বিচরণ করেন বিরাট। কোহলির সঙ্গে ছবি পোস্ট করে চামিকা লেখেন, 'লোকে বলে ঔদ্ধত্য, কেউ বলে ক্যামেরার জন্য, কারোর মতে এসবই শো। তবে কিংবদন্তি বলেন তিনি সবটাই দেখেন খিদে হিসেবে। যতদিন কারোর খিদে থাকবে, ততদিনই তুমি সেরা। তুমি জিতবেই।'



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND vs SL | Padmanabhaswamy Temple: অত্যন্ত জাগ্রত কেরালার এই হিন্দু মন্দির! ভগবান বিষ্ণুর দর্শন করল টিম ইন্ডিয়া


যেহেতু সিরিজ ভারত পকেটে পুরে ফেলেছে, সেহেতু বেশ কিছু পরিবর্তন দেখা গেল তিরুঅনন্তপুরমে। রবিবাসরীয় ডেড রাবারে রাহুল দ্রাবিড় বেঞ্চের শক্তি পরখ করে নিচ্ছেন। হার্দিক পাণ্ডিয়া ও উমরান মালিকের জায়গায় খেলছেন ওয়াশিংটন সুন্দর ও সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা শেষ করেই ভারত ব্যাক-টু-ব্যাক মুখোমুখি হবে দুই মহাশক্তিধর দেশের বিরুদ্ধে। ভারতে খেলতে আসছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কেন উইলিয়ামসন ও প্যাট কামিন্সদের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি কিউয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টের জন্য দল বেছে নিয়েছেন নির্বাচকরা।১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপর রোহিত শর্মার দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত চার ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)