নিজস্ব প্রতিবেদন:  ইতিহাসের পাতায় ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারতীয় ব্যাডমিন্টন তারকা। প্রকাশ পাড়ুকোন ও সাইনা নেহওয়ালের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন হায়দরাবাদী কিদাম্বি। সাফল্যের কৃতিত্ব গোপীচাঁদকেই দিচ্ছেন শ্রীকান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বের এক নম্বর শাটলার হওয়ার পর টুইট করে শ্রীকান্ত লিখেছেন, " এক নম্বর হওয়া অবিশ্বাস্য অনুভূতি। আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। আমার কোচ গোপীস্যারকে সবার প্রথমে ধন্যবাদ জানাই। সবসময় আমার খেয়াল রাখার জন্য অ্যাকাডেমির অন্যান্য কর্মীদেরও ধন্যবাদ। আমার এই সাফল্যের পিছনে ভারত সরকার, সাই, অন্ধ্র সরকারের অবদান অনেক। পাশাপাশি আমার স্পনসররা তো রয়েছেই।"



শিষ্যের সাফল্যে উচ্ছ্বসিত গুরু গোপীচাঁদ বলেছেন, "গত তিন চার বছরের পারফরম্যান্স দেখার পরেই বুঝেছিলাম এক নম্বর হওয়ার ক্ষমতা রয়েছে শ্রীকান্তের। তবে এক নম্বর হলেই হবে না। ওখানে টিকে থাকতে হলে প্রতিদিন খেলার উন্নতি করতে হবে।"


আরও পড়ুন- বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর হওয়ার পথে শাটলার শ্রীকান্ত


২০১৩ সালে থাইল্যান্ড ওপেন জয়ের পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছিলেন শ্রীকান্ত। গতবছর চোটের কারণে পিছিয়ে পড়েছিলেন তিনি। এবার এক নম্বরে উঠে এলেন গুন্টুরের ছেলে কিদাম্বি। ১৯৮০ সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ের পর কয়েক মাস বিশ্ব ব্যাডমিন্টন র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিলেন প্রকাশ পাড়ুকোন। তখন অবশ্য আধুনিক পদ্ধতিতে, কম্পিউটারাইজড র‌্যাঙ্কিং ছিল না। ৩৮ বছর পর দ্বিতীয় ভারতীয় (পুরুষ শাটলার) হিসেবে এই সাফল্য এনে দিলেন শ্রীকান্ত। ২০১৫ সালে এক নম্বর স্থানে উঠে এসেছিলেন সাইনা নেহওয়াল।