ওয়েব ডেস্ক: জিম্বাবোয়ে সফরে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কে জানেন? না, অ্যাঞ্জেলো ম্যাথুজ চোটের জন্য ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। তাই তাঁর জায়গায় নেতৃত্বে বদল আনলো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এই সফরে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করতে দেখা যাবে স্পিনার রঙ্গনা হেরাথকে! ম্যাথুজের বদলি কোন ক্রিকেটারকে নেওয়া হবে, সে কথা অবশ্য এখনও জানানো হয়নি। শুধু অ্যাঞ্জেলো ম্যাথুজই নন, আঙুল চোট রয়েছে শ্রীলঙ্কার সহঅধিনায়ক দীনেশ চান্ডিমালেরও। তাই তাঁকেও প্রাথমিকভাবে দলে রাখা হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মল্লিকা শেরওয়াত কত আগে করে দেখিয়েছেন, আর ধোনিদের মুখ থেকে লোকে আজ সচেতন হচ্ছে!


এই অবস্থায়, সেই অর্থে শ্রীলঙ্কা দলে অভিজ্ঞ বা সিনিয়র ক্রিকেটার হলেন একা রঙ্গনা হেরাথ। তাই তাঁর কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছেন নির্বাচকরা। দেশের ১৩ নম্বর অধিনায়ক নির্বাচিত হলেন তিনি। দেখা যাক, আনলাকি থার্টিন, তাঁর নেতৃত্বে লাকি হয়ে ওঠে কিনা। হেরাথ এর আগে কখনওই কোন ফর্মাটের ক্রিকেটে নেতৃত্বে দেননি। প্রসঙ্গত, শ্রীলঙ্কা দলে একসঙ্গে সুযোগ পেয়েছেন চার-চারজন নতুন ক্রিকেটার!


আরও পড়ুন  একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে