জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোাটা দেশে সমপ্রেম (LGBTQIA Community) নিয়ে ঝড় বইছে। যদিও একই লিঙ্গের দু'জনের মধ্যে বিবাহকে এখনও গ্রিন সিগন্যাল দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে তাই বলে কিন্তু দ্যুতি চাঁদ (Dutee Chand) থেমে থাকতে চাইছেন না। বরং তাঁর দাবি দেশে সমপ্রেম বিবাহকে (Same Sex Marriage In India) আইনি স্বীকৃতি দিতে হবে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে একেবারে অন্যভাবে ধরা দিয়েছেন এশিয়াডে পদকজয়ী স্পিন্ট্রার। সেই ছবিতে দেখা যাচ্ছে পার্টনার মোনালিসার (Monalisa) সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন তিনি। হিন্দু মতে সিঁদুরদানের অর্থ সঙ্গীর হাত ধরে নতুন জীবনে পা রাখা। কিন্তু এখনও ভারতে সমপ্রেম বিবাহ আইনি স্বীকৃতি পায়নি। এরপরেও এভাবে ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন দ্যুতি।


আরও পড়ুন: Lionel Messi: বড় আপডেট! মেসির সঙ্গে চুক্তির কথা অস্বীকার করল আল হিলাল


আরও পড়ুন: Sachin Tendulkar: আইপিএল-এর মাঝপথে কেন থানায় গেলেন 'গড অফ ক্রিকেট'? জানতে পড়ুন



এদিকে কয়েক বছর আগে সমাজের বাধা ভেঙে অ্যাথলিট দ্যুতি জানিয়ে দিয়েছিলেন তিনি সমপ্রেমী। যদিও এই স্বীকারোক্তির জন্য তাঁকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। তাঁর দিদি সরস্বতী তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বাধ্য হয়ে পার্টনার মোনালিসার সঙ্গে ভুবনেশ্বরে চলে যান তিনি। তবে সেখানেই ঘটনার ইতি ঘটেনি। দ্যুতি অভিযোগ করেছিলেন, তাঁর দিদি নাকি তাঁর মাম-বাবা এবং ছোট বোনেদেরও বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। তবে সমস্ত ঝড়ঝঞ্ঝার মধ্যেও ভালবাসার হাত ছাড়েননি তিনি। দ্যুতি মনে করছেন বর্তমানে সমপ্রেম বিবাহ নিয়ে সাধারণ মানুষের ধারণা দিনে দিনে বদলাচ্ছে।


একটি সাক্ষাৎকারে তিনি বলেন, সমপ্রেমী বিবাহকে স্বীকৃতি দেওয়া উচিত। তাহলে তাঁর ও তাঁর পার্টনারের বিয়ের শংসাপত্র থাকবে। যা জীবনে খুবই জরুরি। তিনি যে একদিন বাবা হতে চান, সেই ইচ্ছের কথাও লুকোননি। মোনালিসাও মা হওয়ার স্বপ্ন দেখছেন। তাই দু’জনের চোখ এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে রয়েছে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)