নিজস্ব প্রতিবেদন : সবার আগে প্লে-অফের টিকিট প্রায় পাকা করে ফেলেছে চেন্নাই। রাজস্থান ও বেঙ্গালুরুর আশা কম। তবে বাকি দলগুলির মধ্যে এখনও প্লে-অফের টিকিট জোগারের লড়াই চলবে। অর্থাত্, মাঠে ও পয়েন্ট টেবিলে এখনই আসল খেলা। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়েই জেল্লা হারাতে পারে আইপিএল। প্লে-অফ পর্ব সামনে আসার আগেই একাধিক ফ্র্যাঞ্চাইজিকে ছাড়তে হবে দলের বেশ কিছু তারকাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বিশ্বকাপের আগে বিশ্রামে যেতে পারেন, ইঙ্গিত ধোনির


আইপিএল শেষ হলেই বিশ্বকাপের দামামা বেজে যাবে। আইসিসির বেঁধে দেওয়া ২৩ এপ্রিল-এর ডেডলাইন মেনে সব দলই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এমন অবস্থায় অনেক দেশই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে। আর তাই আইপিএল ছেড়ে এবার জাতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে যেতে হবে একাধিক তারকাকে। ভারতীয় দলের তারকারা থাকলেও বিদেশী অনেক তারকাকেই ফিরতে হবে দেশে। দেখে নেওয়া যাক সেই তালিকাটা-



কলকাতা : জো ডেনলি (ইংল্যান্ড)
মুম্বই : জেসন বেহরেনডর্ফ (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি-কক (দক্ষিণ আফ্রিকা)
চেন্নাই : ফ্যাফ ডুপ্লেসি, ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)
দিল্লি : কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
ব্যাঙ্গালোর: ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), মঈন আলি (ইংল্যান্ড), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)
হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), শাকিব আল হাসান (বাংলাদেশ)
রাজস্থান: জোস বাটলার, বেন স্টোকস, জোফ্রা আর্চার (ইংল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
পঞ্জাব: ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)