নিজস্ব প্রতিবেদন : মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। থমকে গিয়েছে সবকিছু। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এবছর আইপিএল হওয়া মুশকিল। এরই মধ্যে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা করোনাভাইরাস ঠেকাতে কী কী করনীয় তা ক্রিকেটীয় ভাষাতেই বুঝিয়ে দিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকলকে সচেতন করলেন জাড্ডু।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে উসমান খোয়াজাকে রানআউট করেছিলেন রবীন্দ্র জাদেজা। সেই ভিডিওটি শেয়ার করে ইনস্টাগ্রামে জাদেজা লিখেছেন, "সুরক্ষিত থাকুন ! বাড়িতে থাকুন! রান আউট হবেন না।"


 



করোনা মোকাবিলায় দেশে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি করোনাভাইরাসের ভয়াবহতার কথা তুলে ধরেন। সেই সঙ্গে মোদী বলেন, এই লকডাউন একধরনের জনতা কার্ফু।


আরও পড়ুন - ভিডিয়ো: খারাপ সময়... আমরা হাল ছাড়ছি না ...! করোনা সচেতনতায় গান বাঁধলেন ডিজে ব্র্যাভো