নিজস্ব প্রতিবেদন:  আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নজির গড়তে চলেছেন মহিলা রেফারি স্তেফানি ফ্র্যাপার্ট।চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন। ফরাসি এই রেফারি এর আগে ছেলেদের সুপার কাপ খেলেছিলেন। খেলিয়েছেন ইউরোপা লিগেও। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে ডায়নামো কিয়েভ। কার্যত নিয়ম রক্ষার ম্যাচ। কারণ ইতিমধ্যেই নকআউট পর্বে পৌঁছে গিয়েছে রোনাল্ডোর দল। আর সেই ম্যাচ পরিচালনার দায়িত্বে ৩৬ বছর বয়সী ফরাসি রেফারি স্তেফানি ফ্র্যাপার্ট।


 



২০১২ সালে মহিলা বিশ্বকাপ ফাইনালে রেফারি ছিলেন তিনি। গতবছর লিভারপুল এবং চেলসির মধ্যে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন স্তেফানি। ২০১৮ সালে আমেরিকা এবং নেদারল্যান্ডসের মধ্যে ফিফা মহিলা বিশ্বকাপ ফাইনালের রেফারি ছিলেন ফ্র্যাপার্ট। এবার চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হতে চলেছে স্তেফানির। তার আগে তিনি জানান, "খুব বেশি পার্থক্য নেই পুরুষ এবং মহিলাদের ম্যাচ পরিচালনা নিয়ে। নিজের কাজটা যত্ন নিয়ে করতে হবে। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে ম্যাচটা খেলাব।"


 


আরও পড়ুন -  বোর্ডকে চিঠি, বায়ো বাবলে ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে প্রস্তুত CAB