ওয়েব ডেস্ক: স্টিফেন কনস্টানটাইনকে নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তেই সিলমোহর দিল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সুনীলদের কোচ থাকছেন স্টিফেনই। ২০১৯ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ থাকার প্রস্তাব গ্রহণ করে কনস্টানস্টাইন জানিয়েছেন, "দ্বিতীয় দফায় ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আমার চুক্তি বাড়ায় ভারতীয় ফুটবলের ইতিহাসে আমিই প্রথম কোনও বিদেশি কোচ যে ৭ বছর (২০০২-২০০৫, ২০১৫-২০১৯)কোচিং করাব।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - মিনার্ভার হারে আই লিগের লড়াইয়ে বেঁচে উঠল ইস্টবেঙ্গল


২০১৫ সালে যখন দ্বিতীয়বার জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নেন স্টিফেন তখন ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৭৩ নম্বরে ছিল ভারত। স্টিফেনের কোচিংয়েই ভারত সাফ কাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করে। শুধু তাই নয়, কনস্টানস্টাইনের কোচিংয়ে দু'দশক পর  ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৬ নম্বরে উঠে আসে ভারত। বর্তমানে ভারতের র‍্যাঙ্কিং ১০২, টানা ১৩ ম্যাচে অপরাজিত ভারতীয় ফুটবল দল। জাতীয় দলের এমন সাফল্যের জন্য অবশ্য ফেডারেশনকেই ধন্যবাদ জানিয়েছেন স্টিফেন কনস্টানটাইন। 


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়