ওয়েব ডেস্ক : এক বছর আগে নিজে যে অবস্থান নিয়েছিলেন তার থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। বর্তমানে ভারতীয় ফুটবলে যখন ডামাডোল তুঙ্গে তখন সময় বুঝে আইএমজিআর, ফেডারেশন ও বাইচুং ভুটিয়ার সুরেই সুর মেলালেন সুনীল ছেত্রীদের হেড স্যার। ভারতের অনুর্ধ্ব ২৩ দলের শিবির চলাকালীন স্টিফেন বলেছেন আগামী দু'বছর ISL ও আই লিগ পাশাপাশি একসঙ্গে চলা উঠিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটে নতুন কোচের নাম নিয়ে জল্পনা উস্কে দিল BCCI!


সেক্ষেত্রে অনেক বেশি ফুটবলার খেলার সুযোগ পাবেন। আর আইএসএলের প্রশংসা করতে গিয়ে ভারতের দুই জনপ্রিয় ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলের নাম না করে খোঁচা দিলেন স্টিফেন। ভারতের কোচের দাবি সময়ের সঙ্গে এগিয়ে যেতে হবে সব  ক্লাবকে। অতীতের গৌরব ও ইতিহাসকে আকড়ে ধরে থাকলে চলবে না। কনস্ট্যাটাইনের মতে আইএসএলের ফুটবলের স্টাইলের সঙ্গে এবার মানিয়ে নিতে হবে আই লিগের সব ক্লাবকে।