জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ১-২ মাস নয়, দীর্ঘ ১৯ মাস পর টেস্ট সেঞ্চুরি পেলেন স্টিভ স্মিথ (Steve Smith)। এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার শ্রীলঙ্কার বিরুদ্ধে শুক্রবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অবশেষে শতরানের মুখ দেখলেন। এর মাঝে স্মিথ অর্ধ-শতরানের মুখ একাধিকবার দেখলেও তিন অঙ্কের রান করতে় পারেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্মিথের ফর্ম রীতিমতো চিন্তার কারণ হয়ে গিয়েছিল নির্বাচকদের কাছে। কিন্তু স্মিথের ব্যাটে এল কাঙ্খিত স্বস্তি। প্রাক্তন অজি অধিনায়ক পেয়ে গেলেন তাঁর লাল বলের কেরিয়ারের ২৮ তম সেঞ্চুরি। স্মিথ স্পর্শ করলেন ইংল্যান্ডের 'রানমেশিন' জো রুটকে। ছাপিয়ে গেলেন ভারতের ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলিকে (২৭ টি টেস্ট সেঞ্চুরি)। 


গলে চলছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছে ৫ উইকেট হারিয়ে ২৯৮ রান। স্মিথের পাশাপাশি সেঞ্চুরি করেছেন মার্নাস লাবুশানে (১৫৬ বলে ১০৪)। ২১২ বলে ১০৯ রানে অপরাজিত আছেন স্মিথ। তাঁকে ১৬ রানে সঙ্গ দিচ্ছেন অ্যালেক্স ক্যারে। এদিন স্মিথ চারে ব্যাট করতে নেমে  ১৯৩ বলে করেছেন ১০০। এখনও পর্যন্ত স্মিথের ব্যাট থেকে এসেছে ১৪টি চার।



২০২১ সালে স্মিথ ভারতের বিরুদ্ধে সিডনিতে শতরান করেছিলেন। তারপর এদিন তিনি ব্যাট ওপরে তুলে ধরে সেলিব্রেট করার সুযোগ পেলেন। ১৫৩ ইনিংসে স্মিথের ২৮ নম্বর সেঞ্চুরি এল। বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন তিনি। সবচেয়ে কম ইনিংস খেলে ২৮টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের (৭২ ইনিংস)। দুয়ে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৪৪ ইনিংস)। 
 
সক্রিয় টেস্ট ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক সেঞ্চুরিকারী যাঁরা


স্টিভ স্মিথ- ২৮ (৮৭ ম্যাচ)
জো রুট - ২৮ (১২১ ম্যাচ)
বিরাট কোহলি- ২৭ ( ১০২ ম্যাচ)
কেন উইলিয়ামসন - ২৪ (৮৮ ম্যাচ)
ডেভিড ওয়ার্নার- ২৪ (৯৬ ম্যাচ)
 


আরও পড়ুন: PV Sindhu: সেই তাই জু কাঁটায় ফের বিদ্ধ সিন্ধু! মালয়েশিয়ায় কোয়ার্টার ফাইনাল থেকে নিলেন বিদায়


আরও পড়ুনHappy Birthday Sourav Ganguly: ঝরঝরে বাংলায় প্রিয় দাদিকে মনছোঁয়া শুভেচ্ছা সচিনের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)