জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকা এসেছে অস্ট্রেলিয়া সফরে (South Africa tour of Australia, 2022-23)। তিন ম্যাচের টেস্ট ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দেশ। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ঘরের মাঠে টেস্ট সিরিজ ২-০ জিতে নিয়েছে, এক ম্যাচ হাতে রেখেই। সিডনিতে চলছে তৃতীয় তথা শেষ টেস্ট (Australia vs South Africa, 3rd Test)। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে অজিরা ৪ উইকেট হারিয়ে ৪৭৫ রান তুলেছে। আর এদিনই স্টিভ স্মিথ (Steve Smith) ফের একবার পুরনো বিতর্ক উসকে দিলেন, কী সেই বিতর্ক? তিনিই কি লাল বলের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনShakib Al Hasan: অনিল কাপুরের 'নায়ক' সিনেমাকে টেনে বিসিবি-র কটাক্ষ করলেন সাকিব!, ভিডিয়ো ভাইরাল




এদিন স্মিথের ব্যাট থেকে এসেছে কেরিয়ারের ৩০ তম টেস্ট সেঞ্চুরি। ১৯২ বলে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন স্মিথ। অস্ট্রেলিয়ার ইতিহাসে স্মিথ চতুর্থ ব্যাটার হিসেবে ৩০ তম টেস্ট শতরানের স্বাদ পেলেন। তালিকায় রয়েছেন কিংবদন্তি রিকি পন্টিং (৪১), স্টিভ ওয়া (৩২), ম্যাথিউ হেডেন (৩০)। এদিন স্মিথ ডন ব্র্যাডম্যানের দেশেই ডনকে টপকে গিয়েছেন। ডনের রয়েছে ২৯টি টেস্ট সেঞ্চুরি। দ্রুততম ৯০০০ রান করার দিকে স্মিথ এদিন হেডেনকে (৮,৬৩৫ রান) টপকে যান। তখন স্মিথ আশির ঘরে ছিলেন। এরপর তিন অংকের রান করে তিনি ক্লার্ককে (৮৬৪৩ রান) টপকে যান। স্মিথের আগে রয়েছেন রিকি পন্টিং, অ্যালান বর্ডার ও স্টিভ ওয়া। এদিন উসমান খোয়াজার সঙ্গে জুটি বেঁধে স্মিথ ৩৭৭ বলে ২০০ রানের পার্টনারশিপ গড়েছেন। দিনের শেষে খোয়াজা অপরাজিত আছেন ১৯৫ রানে। তাঁকে পাঁচ রানে সঙ্গ দিচ্ছেন ম্যাট রেনশ। টেস্ট ক্রিকেটে সর্বাধিক টেস্ট সেঞ্চুরিকারী ব্যাটারদের তালিকায় স্মিথ আছেন ১২ নম্বরে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)