নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে বাইশ গজে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না স্টিভ স্মিথের (Steve Smith)। এমনিতেই ভারতের বিরুদ্ধে স্মিথের রেকর্ড বেশ ভালো। কিন্তু চলতি টেস্ট সিরিজে একেবারে ফর্মের ধারে কাছে নেই স্মিথ (Steve Smith)। অফ ফর্মে থাকা স্মিথকে নিয়ে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে। স্মিথের (Steve Smith) এই সমস্য়া মানসিক বলে ব্যাখ্যা করেছেন প্রাক্তন অজি অধিনায়ক কিম হিউজ (Kim Hughes)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাডিলেডের পর মেলবোর্ন দুই টেস্টে চার ইনিংসে বড় রান নেই স্মিথের (Steve Smith) ব্যাটে। অ্যাডিলেডে প্রথম ইনিংসে ১ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ১ রানে অপরাজিত ছিলেন। আর মেলবোর্নে (Melbourne Cricket Ground) প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে করেন ৮ রান। তারপরেই স্মিথকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে।


আরও পড়ুন- চোট পেয়ে দেশে ফিরছেন, মনখারাপের মাঝেই সুখবর পেলেন Umesh Yadav


ইংল্যান্ড সফর, আইপিএল তারপর দেশের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ। দীর্ঘদিন ধরেই বায়ো বাবলে থাকতে হচ্ছে স্মিথ (Steve Smith)। প্রাক্তন অজি অধিনায়ক কিম হিউজ (Kim Hughes) মনে করেন, স্ত্রী দানি উইলিসের (Dani Willis) সঙ্গে অনেকদিন কাটাতে না পারায় মানসিকভাবে ভালো অবস্থায় নেই স্মিথ (Steve Smith)। তিনি বলেন, "স্মিথ বিশ্বমানের ক্রিকেটার। কিন্তু এই সিরিজে ওর চেনা ফর্মে নেই। কোয়ারেন্টিনের কারণে সাড়ে চার মাস স্ত্রী দানির সঙ্গে তার দেখা হচ্ছে না। সঙ্গীর থেকে দূরে থাকার কারণে মানসিকভাবে সে ভালো নেই।"


মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর অবশ্য নিউ ইয়ার্স ইভে স্ত্রী দানি উইলিসের (Dani Willis) সঙ্গে দেখা হয়েছে স্মিথের। দূরত্ব দূর হয়েছে এবার কি সিডনিতে স্বমহিমায় দেখা যাবে স্টিভ স্মিথকে (Steve Smith)!


আরও পড়ুন- বছরের প্রথম দিনেই সুখবর শোনালেন Shakib Al Hasan