নিজস্ব প্রতিবেদন: দু'বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছিল কোহলি অ্যান্ড কোম্পানি। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সেই টেস্ট সিরিজে হার আজও অধিনায়ক হিসেবে যন্ত্রনা দেয় টিম পেইনকে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে অকপট স্বীকারোক্তি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক পেইনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়া সফরে টিম পেইনের অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে তাদের দেশে টেস্ট সিরিজ হারানোর অনন্য কীর্তি কিং কোহলির। এবার সেই হারের বদলার সিরিজ ১৭ ডিসেম্বর থেকে শুরু। ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে মুখোমুখি হবে টিম পেইনের অস্ট্রেলিয়া।



পেইন স্পষ্ট জানিয়েছেন, "আগের সিরিজে স্মিথ-ওয়ার্নার না থাকলেও ভারতের বিরুদ্ধে হারতে হবে এমনটা আন্দাজ কখনও করিনি। সেই হার এখনও প্রতিমুহূর্তে যন্ত্রনা দেয়।" তবে এবার আরও বেশি শক্তি নিয়ে মাঠে ফেরার হুঙ্কার দিয়ে রাখলেন অজি অধিনায়ক। কারণ এবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন স্মিথ-ওয়ার্নার। সেইসঙ্গে বড় ভরসার নাম মার্নাস লাবুশানে।


 


আরও পড়ুন - স্মিথকে আউট করার উপায় বলে দিলেন সচিন