নিজস্ব প্রতিবেদন: মিশন আইপিএল। আমিরশাহিতে আইপিএল খেলতে শুক্রবারই সপরিবারে রওনা দেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। মরুশহরে আইপিএল খেলতে গিয়ে স্ত্রী রীতিকাকে সঙ্গী করেই ফিটনেস চর্চা শুরু করে দিলেন রোহিত। আর মুহুর্তে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আমিরশাহির আবু ধাবিতে উঠেছে টিম মুম্বই ইন্ডিয়ান্স। সেখানকার বিশালবহুল সেন্ট রেজিস হোটেলেই এখন রোহিত শর্মাদের আস্থানা। আপাতত ছয়দিনের কোয়ারেন্টিন। সেই আইসোলেশন পর্বেই ফিটনেস চর্চায় হিটম্যান। সঙ্গী স্ত্রী রীতিকা।


 




স্ত্রীকে সঙ্গে নিয়েই চলল রোহিতের পুশ-আপ, ক্রাঞ্চ, জগিং-এর মতো একাধিক ফিটনেস ট্রেনিং। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করে রোহিত শর্মা লিখেছেন, স্ট্রঙ্গার টুগেদার।



আরও পড়ুন - ফের ধাক্কা! আইপিএল স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল ফিউচার গ্রুপ