ফের ধাক্কা! আইপিএল স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল ফিউচার গ্রুপ

শেষ পর্যন্ত ২২২ কোটি টাকার চুক্তিতে ড্রিম ইলেভেন আমিরশাহি আইপিএল-এর টাইটেল স্পনসর হয়েছে।  

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 25, 2020, 08:10 PM IST
ফের ধাক্কা! আইপিএল স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল ফিউচার গ্রুপ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:   আইপিএল-এর টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়িয়েছে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো। ২০২০ সালের আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে চুক্তি হয়েছে ড্রিম ইলেভেন-এর সঙ্গে। এবার আমিরশাহিতে মেগা টুর্নামেন্ট শুরুর আগে কোটি টাকার স্পনসর হারাল আইপিএল। আইপিএল থেকে সরে দাঁড়াল রিটেল জায়ান্ট সংস্থা ফিউচার গ্রুপ।

করোনাকালে আর্থিক সংকটের মাঝে ঘুরে দাঁড়াতেই এই রিটেল সংস্থা এই মুহূর্তে আইপিএল থেকে সরে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আইপিএল-এর নতুন স্পনসর হচ্ছে আনঅ্যাকাডেমি। এডুকেশন টেকনোলজি সংস্থা এর আগে আইপিএল-এর টাইটেল স্পনসরের দৌড়ে ছিল। শেষ পর্যন্ত ২২২ কোটি টাকার চুক্তিতে ড্রিম ইলেভেন আমিরশাহি আইপিএল-এর টাইটেল স্পনসর হয়েছে।

 

এবার ফিউচার গ্রুপ অফিশিয়াল পার্টনারশিপ তালিকা থেকে সরে যাওয়ায় তার জায়গায় আনঅ্যাকাডেমি যোগ হয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে বায়ার্নের আধিপত্য, জায়গা হল না মেসি-রোনাল্ডোর

.