নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার সন্ধ্যায় ভোগ্লার তীরে হইহই করে শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে দুরমুশ করেছে আয়োজক রাশিয়া। শুক্রবারও একাধিক টানটান লড়াই রয়েছে ২০১৮ ফুটবল বিশ্বকাপে। এদিন সালহা বনাম সুয়ারেজের লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করার সুযোগ পাবে তামাম ফুটবলপ্রেমী। কারণ শুক্রবারই মিশরের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে উরুগুয়ে। সালাহকে সামলাতে সুয়ারেজ এখন কামড় দিয়ে বসেন কি না সে নিয়ে সোশ্যাল সাইটে সরগরম চায়ের কাপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ঘুম কাড়বে সুয়ারেজ-কাভানি জুটি


মাঠে নামার আগে অবশ্য সুয়ারেজ বলেন, "২০১৪ বিশ্বকাপে যেভাবে মাঠ ছেড়েছিলাম আশা করছি সেরকম কিছু আর হবে না। এবারের বিশ্বকাপটা আমি একেবারেই আমার করে নিতে চাই। আমি জানি, কামড় দেওয়ার কারণেই মানুষের কাছে আমি বিশেষভাবে পরিচিত কিন্তু আমি নতুন কিছু করতে চাই,যে কারণে মানুষ আমাকে মনে রাখবে।" ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার কিয়েলিনিকে কামড় দিয়ে নিজেই দাঁতে ব্যাথা পাওয়ার অভিনয় করেন সুয়ারেজ। মাঠে রেফারির চোখ এড়িয়ে গেলেও পরে অবশ্য নির্বাসিত হন তিনি।


আরও পড়ুন- ফুটবল ছেড়ে 'টেনিস' খেলল ব্রাজিল


এবার কামড় না দেওয়ার প্রতিশ্রুতি সুয়ারেজের। সুয়ারেজকে ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে উরুগুয়ে।