নিজস্ব প্রতিবেদন:  ইউএস ওপেনের মেন ড্র-তে পৌঁছে আগেই ইতিহাস গড়েছিলেন ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। সোমবার পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে কিংবদন্তি রজার ফেডেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। গ্র্যান্ড স্লাম অভিষেকেই নজর কাড়লেন ২২ বছর বয়সী সুমিত। সুইস টেনিস তারকা রজার ফেডেরার বিরুদ্ধে প্রথম সেট জিতে নিলেন সুমিত। ফেডেক্সের আনফোর্সড এররের সুযোগ কাজে লাগিয়ে ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন সুমিত।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তারপরেই ফ্লাশিং মিডোয় ছুটল ফেড এক্সপ্রেস। আর ফেডেরার নাগালই পেলেন না সুমিত। পর পর তিন সেট জিতে নিলেন রজার ফেডেরার। ৬-১, ৬-২, ৬-৪ গেমে দ্বিতীয়-তৃতীয় এবং চতুর্থ সেট জিতে নিলেন সুইস টেনিস তারকা। ভারতের সুমিত নাগালকে ৪-৬, ৬-১, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ইউ এস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন রজার ফেডেরার।


আরও পড়ুন - ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত; ভারতীয় হিসেবে গর্বিত’, দেশে ফিরে বললেন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু


ভারতের আর এক টেনিস খেলোয়াড় প্রজনেশ গুনেশ্বরণও প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন। দানিল মেদভেদেভের কাছে স্ট্রেট সেটে হারলেন প্রজনেশ। খেলার ফল ৪-৬, ১-৬, ২-৬। ১৯৯৮ সালে উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে দেশের হয়ে একইসঙ্গে প্রতিনিধিত্ব করেছিলেন লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি। তারপর এবারের ইউ এস ওপেনে পুরুষদের সিঙ্গলসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন সুমিত নাগাল ও প্রজনেশ গুনেশ্বরণ।