পয়েন্ট টেবিল- ১) চেন্নাই (১২ ম্যাচে ১৬), ২) কলকাতা (১২ ম্যাচে ১৫), ৩) হায়দরাবাদ (১২ ম্যাচে ১৪), ৪) রাজস্থান (১৩ ম্যাচে ১৪), ৫) বেঙ্গালুরু (১১ ম্যাচে ১৩), ৬) মুম্বই (১২ ম্যাচে ১২)। বিদায় নিয়েছে দিল্লি(৮ পয়েন্ট), পঞ্জাব(৪ পয়েন্ট)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

----------------------------------


ওয়েব ডেস্ক: আরও জমে গেল আইপিএল প্লে অফে ওঠার লড়াই। প্লে অফের প্রথম চারটে স্থানের লড়াইয়ে দারুণভাবে ঢুকে পড়ে তিন নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দ্রাবাদ। পঞ্চাব আর দিল্লি ছাড়া প্রতিযোগিতার ৬টা দলের মধ্যে যে কেউ প্লে অফে যেতে পারে। পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে একমাত্র চেন্নাই ছাড়া এখনও প্লে অফ কারও নিশ্চিত নয়। প্রথম স্থানে থাকতে পারে যে কেউ।


১২ ম্যাচ খেলে ওয়ার্নার-ধাওয়ানদের পয়েন্ট এখন ১৪। এক ম্যাচ বেশি খেলে রাজস্থানের পয়েন্ট ১৪। সমসংখ্যাক ম্যাচ কেকেআর ১৫, চেন্নাইয়ের পয়েন্ট ১৬। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ ম্যাচ খেলে ১৩ পয়েন্টেও দাঁড়িয়ে। এক ধাপ পিছনে ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্টে দাঁড়িয়ে।


এখন যা অবস্থা তাতে রাউন্ড রবিন লিগের শেষের ৯টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষের ৯টা ম্যাচের মধ্যে অন্তত পাঁচটা ম্যাচ কার্যত নক আউঠ হয়ে দাঁড়াবে। প্রতিপক্ষের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটু এগিয়ে আছে, কারণ গেইলদের শেষে তিনটে ম্যাচের মধ্যে দুটি হল দিল্লি ও পঞ্জাব। ইতিমধ্যেই যারা বিদায় নিয়েছে।


এদিন হায়দ্রাবাদের উপল স্টেডিয়ামে ওয়ার্নার ঝড় ওঠে। মাত্র ৫২ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন এই অসি ওপেনার। এই ইনিংসের সুবাদে সানরাইডার্স তোলে ১৮৫ রান। প্রীতি জিন্টার দলে ম্যাক্সওয়েল, মিলার, বেইলিদের মত ব্যাটসম্যান থাকলেও এই আইপিএল কিংসদের হাল নিধিরাম সর্দারের মত। টানা আধডজন হারের রেকর্ড নিয়ে খেলতে নামা দল ১৮৫ রান তাড়া করতে নেমে জিতবে এমন আশা খোদ প্রীতিও হয়তো করেননি, বাস্তবেও হয়নি। ৬৫ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে ৮ ওভারের মধ্যেই ম্যাচের দফারফা করে দেন পঞ্জাবের ব্যাটম্যানরা। কিন্ত অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছিলেন মিলার। ৪৪ বলে অপরাজিত ৮৯ রানের দুদার্ন্ত ইনিংস খেলেও মিলারকে ট্র্যাজিক হিরো বনে যেতে হল শুধু যোগ্যসঙ্গতের অভাবে।