Sunil Chhetri : সপ্তমবার সর্বভারতীয় ফেডারেশনের বর্ষসেরা সুনীল, মহিলাদের সেরা মণীশা কল্যাণ
সুনীল ছেত্রী এই নিয়ে সপ্তমবার এই সন্মান অর্জন করলেন। তবে ২০১৮-১৯-এর পর এই প্রথম বর্ষসেরা নির্বাচিত করা হল তাঁকে। মণীশা কল্যাণ গত মরশুমে মহিলাদের ফুটবলের সেরা উঠতি তারকার পুরস্কার পেয়েছিলেন। এক বছরের মধ্যেই তিনি সর্বোচ্চ সন্মানটি অর্জন করে নিলেন। এ থেকেই বোঝা যাচ্ছে, এক বছরে কতটা উন্নতি করেছেন তিনি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) । ২০২১-২২ মরসুমে ভাল পারফরম্যান্সের জন্য তাঁকে এই সন্মান দিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। মহিলাদের ফুটবলে বর্ষসেরার সন্মান পাচ্ছেন মণিশা কল্যাণ (Manisha Kalyan)। যিনি গত মরসুমে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। পুরুষদের সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ ইগর স্টিমাচ (Igor Stimac) যেমন তাঁর দলের বর্ষসেরা খেলোয়াড়কে বেছে নেন, তেমনই মহিলাদের জাতীয় কোচ থমাম ডেনারবি (Thomas Dennerby) বাছলেন তাঁর দলের সেরাকে। তাঁদের ভোটের ভিত্তিতেই এই দুই ফুটবল তারকাকে পুরস্কার দেওয়া হচ্ছে।
সুনীল ছেত্রী এই নিয়ে সপ্তমবার এই সন্মান অর্জন করলেন। তবে ২০১৮-১৯-এর পর এই প্রথম বর্ষসেরা নির্বাচিত করা হল তাঁকে। মণীশা কল্যাণ গত মরশুমে মহিলাদের ফুটবলের সেরা উঠতি তারকার পুরস্কার পেয়েছিলেন। এক বছরের মধ্যেই তিনি সর্বোচ্চ সন্মানটি অর্জন করে নিলেন। এ থেকেই বোঝা যাচ্ছে, এক বছরে কতটা উন্নতি করেছেন তিনি।
আরও পড়ুন: Virat Kohli : ৬১টি মেডেল জয়ী ভারতীয় দলকে 'বিরাট' বার্তা দিলেন কোহলি
আরও পড়ুন: Mohammed Shami, Asia Cup 2022 : ফর্মে থাকা শামি কেন বাদ? প্রশ্ন তুললেন ক্ষুব্ধ প্রাক্তন ওপেনার
শুধু এই দুই বিভাগেই নয়, ফেডারেশন প্রতি বছর উঠতি প্রতিভাবান ফুটবলারদের উৎসাহ করতেও আলাদা পুরস্কার দেয়। এ বার এই বিভাগে সেরার খেতাব দেওয়া হচ্ছে মুম্বই সিটি এফসি-র তরুণ ফুটবলার বিক্রম প্রতাপ সিং-কে। গত মরসুমে আইএসএল ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এই বিক্রম প্রতাপ। তাঁরই পুরস্কার পেতে চলেছেন তিনি। অন্য দিকে, মহিলাদের ফুটবলে সেরা উঠতি তারকার পুরস্কার পাচ্ছেন মার্টিনা থকচম।
সুনীল ছেত্রীকে সেরা বাছার প্রসঙ্গে ইগর স্টিমাচ বলেন, "সুনীল আমাদের দলের সর্বোচ্চ গোলদাতা। পাঁচ গোল করেছে ও। সাফ কাপেও ও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়। কলকাতায় এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে ও একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে তিন ম্যাচে চার গোল করে। দলের প্রতি ওর অঙ্গীকার, নেতৃত্ব, শৃঙ্খলা এবং পরিশ্রম আমাদের ভাল ও খারাপ সময়ে যথেষ্ট কাজে লেগেছে।"
এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপে বিক্রমপ্রতাপের পারফরম্যান্সেরও প্রশংসা করে স্টিমাচ বলেন, “ক্লাবের হয়ে ও গত মরসুমে ২২টি ম্যাচ খেলেছে ও তিনটি গোল করেছে। এএফসি অনূ্র্দ্ধ ২৩ বাছাই পর্বে ও ভারতীয় দলের হয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানেও একটা গোল করেছিল বিক্রম।"
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ২০২১-২২ বর্ষসেরা পুরস্কারের তালিকা:
মহিলাদের বর্ষসেরা- মণীশা কল্যাণ
পুরুষদের বর্ষসেরা- সুনীল ছেত্রী
মহিলাদের সেরা উঠতি তারকা- মার্টিনা থকচম
পুরুষদের সেরা উঠতি তারকা- বিক্রম প্রতাপ সিং
বর্ষসেরা রেফারি- ক্রিস্টাল জন
বর্ষসেরা সহকারী রেফারি- উজ্জ্বল হালদার