নিজস্ব প্রতিবেদন: নতুন বছরে এশিয়ান কাপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রীই। যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন ফেডারেশন সচিব কুশল দাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও পড়ুন- ০.০৮ সেকেন্ডে স্টাম্প করে তাক লাগিয়ে দিলেন ধোনি


 


পুজোর আগে হয়ে যাওয়া চিনের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে আর্মব্যান্ড পাননি সুনীল ছেত্রী। ভারতীয় দলের সর্বোচ্চ গোলদাতার পরিবর্তে জাতীয় দলকে নেতৃত্ব দেন সন্দেশ জিঙ্ঘান। তারপরই জল্পনা ছড়িয়ে পড়ে কোচ-সুনীল সংঘাতের কারণেই কি নেতৃত্ব হারাতে হচ্ছে বেঙ্গালুরু স্ট্রাইকারকে। কেননা ভারতীয় ফুটবলে সুনীলের সঙ্গে কনস্ট্যানটাইনের সংঘাত নতুন কিছু নয়। ফেডারেশন সচিব কুশল দাস অবশ্য বলছেন ব্রিটিশ কোচ বুদ্ধিমান লোক। কোনও ভুল সিদ্ধান্ত তিনি নেবেন না।


 


আরও পড়ুন- রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সৌরভের ইমেল বোমা!


এশিয়ান কাপের প্রস্তুতি সারতে ডিসেম্বেরর মাঝামাঝি দুবাই চলে যাবে টিম ইন্ডিয়া। ২৭ ডিসেম্বর সেখানে ওমানের বিরুদ্ধে খেলার কথা সুনীলদের। একইসঙ্গে ফেডারেশন কর্তারা চেষ্টা করছেন বছরের শেষ দিন যাতে আরও একটা প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা যায় ব্লু ব্রিগেডের জন্য।