Border–Gavaskar Trophy: `তোমার মতো ভুল অনেকেই করে`! কার্তিকের ক্লাস নিয়ে অস্ট্রেলিয়াকে ছোবল কিংবদন্তির
Sunil Gavaskar Schools Dinesh Karthik Regarding Border–Gavaskar Trophy: অস্ট্রেলিয়া সফর নিয়ে গাভাসকরকে প্রশ্ন করেছিলেন দীনেশ কার্তিক! বাকিটা ইতিহাস...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২২ নভেম্বর থেকে শুরু ভারতের মহাযুদ্ধ। সেদিকেই চোখ। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর আবার পাঁচ টেস্টের সিরিজ ডনের দেশে। ভারতের অগ্নিপরীক্ষা নিয়ে প্রচুর কথা চলছে। মিডিয়াতেও বিস্তর লেখালিখি হচ্ছে। তবে যাঁর নামে এই ট্রফির অর্ধেক নামকরণ, সেই সুনীল গাভাসকরই এবার অস্ট্রেলিয়াকে ছোবল দিলেন দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ক্লাস নিয়ে।
আরও পড়ুন: রক্তচাপ বাড়ল রোহিতদের! সজোরে ধাক্কায় ঘাড়ে চাপছে এই দেশ... ফাইনাল কি আদৌ হবে?
ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজে, এক ম্য়াচ হাতে রেখেই নিউ জিল্যান্ড ২-০ সিরিজ জিতে নিয়েছে। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ৮ উইকেট জিতেছিল কিউয়িরা। পুণেতে শনিবার দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে কিউয়িরা সিরিজ পকেটে পুরে ফেলল! এদিন খেলা চলাকালীন সানিকে অস্ট্রেলিয়া নিয়ে প্রশ্ন করেই ফেঁসে যান কার্তিক। এরপর সানি একের পর এক সিক্সার হাঁকান।
কিংবদন্তি ক্রিকেটার বলেন, 'এখন অস্ট্রেলিয়ার কথা বলো না। এরকম ভুল অনেকে প্রায়ই করে থাকে। এখন যা ঘটছে তা নিয়ে চিন্তা করতে হবে। ফোকাস শুধুমাত্র সেদিকেই থাকা উচিত। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার কথা ভাবা যাবে। যখন সেখানে যাব তখন অস্ট্রেলিয়াকে হারানোর রাস্তা খুঁজে নেব। বিগত কয়েক বছরে আমরা সেটা করে দেখিয়েছি। বিষয়টা প্লেয়ারদের নয়। খেলোয়াড়দের ফোকাস খেলাতেই আছে। তবে তাদের চারপাশের লোকজন ও মিডিয়া অস্ট্রেলিয়া নিয়ে কথা বলছে। অস্ট্রেলিয়ায় কী হতে চলেছে, তা নিয়ে প্রচুর কভারেজ হচ্ছে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সবসময় ভারতীয় খেলোয়াড়দের নিয়ে কথা বলছে। আমাদের কাকে দলে নেওয়া উচিত, কাকে দলে নেওয়া উচিত নয়। কেউ আমাদের অস্ট্রেলিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে না। ওরাই আমাদের দল ঠিক করে দিচ্ছে। আমাদেরকেও ওদের বিষয়ে জিজ্ঞাসা করা উচিত।'
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত আধিপত্য় বজায় রেখেছে সেই ২০১৮-১৯ থেকে। সেই বছর ভারত ২-১ হারিয়েছিলে অজিদের। একই ব্য়বধানে ২০২০-২১ মরসুমে ভারত হারিয়েছিল আয়োজক দেশকে। ২০১৪-১৫ থেকে অস্ট্রেলিয়া ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারেনি। দেখা যাক এবার কী হয়!
আরও পড়ুন: ৪৩৩১ দিন পর ভারতের চরম ভরাডুবি! নিউ জিল্যান্ডের ইতিহাসে মুখ পুড়ল লজ্জায়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)