নিজস্ব প্রতিবেদন: কেপটাউনে হারের পর ফের দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুতি ম্যাচ না রাখা নিয়ে সরব হলেন সুনীল গাভাস্কর। তাঁর মতে প্রোটিয়াসদের বিরুদ্ধে নামার আগে সে দেশের পিচে বাউন্স নিয়ে সড়গড় হওয়া উচিত ছিল কোহলিদের। আর তার জন্য প্রয়োজন ছিল প্রস্তুতি ম্যাচের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সেঞ্চুরিয়ানে ভারতের জন্য জোড়া পেসারের বরাদ আফ্রিকার


আরও পড়ুন- রান না পাওয়ায় বিরাট 'পদস্খলন'


আরও পড়ুন- নিউ জিল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট জয় ভারতের


আরও পড়ুন- ব্যাটিং বিপর্যয়ে বিদ্ধ বিরাটরা, প্রোটিয়ার জয় আনল 'ফিনিক্স' ফিলান্দের


আরও পড়ুন- ধোনির রেকর্ড ভাঙল শিলিগুড়ির পাপালি


কিন্তু চলতি দক্ষিণ আফ্রিকা সফরে বিসিসিআই একটিও প্রস্তুতি ম্যাচ না রেখেই ভারতীয় দলকে খেলতে পাঠিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই এই ব্যাপারে মুখ খুলেছিলেন সানি। তাঁর মতে কেপটাউনের মত পিচে ব্যাট করতে গেলে ব্যাকফুট ভীষণভাবে ব্যবহারের প্রয়োজন ছিল। যেটা করতে পারেননি বিরাট-রোহিতরা। ভারতের এই ক্রিকেট কিংবদন্তীর মত, এমন ভুল শোধরানোর একটাই উপায় হল প্রস্তুতি ম্যাচ খেলা। দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ না খেলা বিসিসিআই-এর বড় ভুল সিদ্ধান্ত বলে মনে করেন গাভাস্কর।   


আরও পড়ুন- বোল্টের গতিতে ১২ হাজার ছুঁলেন কুক, হারালেন সচিনকেও


আরও পড়ুনপ্যাশন শেষ হলেই খেলা ছাড়বেন বিরাট!