সেঞ্চুরিয়ানে ভারতের জন্য জোড়া পেসারের বরাদ আফ্রিকার
চোটের কারণে ফ্রিডম সিরিজ থেকে ছিটকে গিয়েছেন 'আগুনরাজ' ডেল স্টেইন। রাবাদা, ফিলিন্ডার, মর্কেলকে তাই আরও শক্তিশালী করতে দলে আনা হল আরও দুই পেস বোলারকে। 'স্টেইন গানে'র বদলে প্রোটিয়রা দলে সামিল করল ২৫ বছর বয়সী অলিভিয়ার এবং ২১ বছর বয়সী লুঙ্গিকে।
ওয়েব ডেস্ক: বিশ্বমানের ব্যাটিংয়ের বিরুদ্ধে জয়ের একমাত্র মন্ত্র পেস, পদে পদে তার প্রমাণ দিয়েছে কেপটাউন। 'অ্যাটাক ইস দ্য বেস্ট ডিফেন্স', ফুটবলের এই পরিভাষাকে ক্রিকেটেও অক্ষরে অক্ষরে মেনেছে ডোনাল্ডের দেশ। প্রথম টেস্টে জয়ের পর তাই দ্বিতীয় টেস্টেও পেস অ্যাটাকে জোর দিল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে ফিলিন্ডার, রাবাদা, মর্কেলের সঙ্গেই অলিভিয়ার এবং লুঙ্গিকে জুরে দিয়ে রিজার্ভ বেঞ্চ আরও শক্তপোক্ত করল ডুপ্লেসিসরা।
আরও পড়ুন- রান না পাওয়ায় বিরাট 'পদস্খলন'
চোটের কারণে ফ্রিডম সিরিজ থেকে ছিটকে গিয়েছেন 'আগুনরাজ' ডেল স্টেইন। রাবাদা, ফিলিন্ডার, মর্কেলকে তাই আরও শক্তিশালী করতে দলে আনা হল আরও দুই পেস বোলারকে। 'স্টেইন গানে'র বদলে প্রোটিয়রা দলে সামিল করল ২৫ বছর বয়সী অলিভিয়ার এবং ২১ বছর বয়সী লুঙ্গিকে।
আরও পড়ুন- নিউ জিল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
লুঙ্গির নির্বাচন নয়ে প্রোটিয় কোচ গিবসন বলছেন, "আমি ওকে (লুঙ্গি) নিয়ে অনেক ভাল কথা শুনেছি।" উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন এই তরুণ তুর্কি। এরপর যদিও চোটের কারণে ২২ গজ থেকে দূরেই থাকতে হয় তাঁকে। তবে এবার ভারতের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ফের দেখা যেতে পারে এই আগুনে বোলারকে।
আরও পড়ুন- বৃথা গেল লড়াই, মৃত্যু হল বিরাট ফ্যানের
২০১৭-এর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতি ক্রিকেটে অভিষেক হয়েছিল এই পেস বোলারের। ওই ম্যাচে ২ ওভার বল করে ২ উইকেট নিয়েছিলেন লুঙ্গি। তারপর থেকেই এই তরুণ বোলারকে নিয়ে চর্চা শুরু হয় দক্ষিণ আফ্রিকায়। লুঙ্গির সঙ্গে এবার চর্চায় রয়েছেন ৫ টেস্ট খেলা রাইট-আর্ম মিডিয়াম ফাস্ট বোলার অলিভিয়ারও। গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেটের সবথেকে বড় ফর্ম্যাটে অভিষেক হয়েছিল এই ২৫ বছর বয়সী বোলারের। রেকর্ডও বেশ ভাল (৫ টেস্টে ১৭ উইকেট)। তবে এই জোড়া অস্ত্রকে কি আদৌ ব্যবহার করবে দক্ষিণ আফ্রিকা? না কি কেবল নার্ভের খেলা জিইয়ে রাখতেই দলে পেসার এনে ভারতীয়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাইল দক্ষিণ আফ্রিকা! প্রশ্নটা কিন্তু থাকছেই।