নিজস্ব প্রতিবেদন : ২০১২ সাল থেকে আইপিএলে ভেল্কি দেখিয়ে আসছেন কলকাতার ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। সোমবার ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে দিল্লির বিরুদ্ধে এক মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। আইপিএলের ইতিহাসে ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মুম্বই-দিল্লি ম্যাচে শিক্ষিকাকে হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত


দিল্লির ক্রিস মরিসকে বোল্ড করতেই সোমবার আইপিএলে উইকেটের সেঞ্চুরি করে ফেললেন সুনীল নারিন। এদিন ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিলেন তিনি। ২০১২ সাল থেকে কলকাতার জার্সিতে খেলে যাচ্ছেন সুনীল। আইপিএলে ৮৬টি ম্যাচ খেলে নারিনের ঝুলিতে ১০২টি উইকেট।  


আইপিএলে সুনীল নারিন
   ম্যাচ   ৮৬
  ওভার  ৩৩৫.৫
 উইকেট  ১০২
 সেরা বোলিং  ৫/১৯
  গড়  ২০.৭১

তবে সুনীল নারিনই প্রথম বোলার নন যিনি আইপিএলে ১০০টি উইকেট তুলে নিলেন। আইপিএলের ইতিহাসে নারিন একাদশ বোলার হিসেবে এই কীর্তি গড়লেন। ১১০ ম্যাচে ১৫৪টি উইকেট নিয়ে সবার আগে রয়েছেন মুম্বইয়ের লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মালিঙ্গা মুম্বইয়ের হয়ে খেলেছেন।


আরও পড়ুন- 'পাপা কো হাগ করনা হ্যায়'