'পাপা কো হাগ করনা হ্যায়'

বার বার সেই কথা মা সাক্ষী আর বক্সে বসে থাকা চেন্নাইয়ের সমর্থকদের কাছেই বলছিল জিভা। কিন্তু আবদার করলেই তো আর হবে না ... মোহালিতে তখন 'মাহি মার রাহা হ্যায় ...'

Updated By: Apr 16, 2018, 05:34 PM IST
'পাপা কো হাগ করনা হ্যায়'
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন : মোহালিতে বাইশ গজে তখন ব্যাটিং করছেন মাহি। হঠাত্ই ধোনি কন্যা জিভার আবদার 'পাপা কো হাগ করনা হ্যায়'। তারপর কী হল? দেখুন ভিডিও ...

আরও পড়ুন- সচিন বন্দনায় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন

রবিবার পঞ্জাবের বিরুদ্ধে একা হাতেই প্রায় ম্যাচটা বের করে নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তীরে এসে তরী ডুবল। মাত্র ৪ রানে হার চেন্নাইয়ের। ধোনি একাই করলেন ৪৪ বলে অপরাজিত ৭৯ রান। মোহালিতে বাইশ গজে তখন টানটান উত্তেজনা চলছে। তার সঙ্গে চলছে ব্যাট হাতে মাহির দাপট। কিন্তু ছোট্ট জিভা কি আর অত কিছু বোঝে! মোহালির ভিভিআইপি বক্সে তখন আপন মনে খেলায় ব্যস্ত। হঠাত্ই খামখেয়ালিপনায় বলে উঠল 'পাপা কো হাগ করনা হ্যায়'। বার বার সেই কথা মা সাক্ষী আর বক্সে বসে থাকা চেন্নাইয়ের সমর্থকদের কাছেই বলছিল জিভা। কিন্তু আবদার করলেই তো আর হবে না ... মোহালিতে তখন 'মাহি মার রাহা হ্যায় ...'

 

When Ziva wanted to give a hug to papa during the match

A post shared by M S Dhoni (@mahi7781) on

জিভার সেই ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে অবশ্য ধোনির কোলে উঠে সেই আবদার মিটিয়ে নিয়েছে জিভা।

 

.