আইপিএল-এ কেকেআর-এর বিদায়
কলকাতা নাইট রাইডার্স-কে হারিয়ে আইপিএল সেমিতে সানরাইজার্স হায়দরাবাদ। আজ তারা ২২ রানে গম্ভীর ব্রিগেডকে হারিয়ে দেয়। ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে প্রথম থেকেই ছন্দ পতন ঘটে কেকেআর-এর। সানরাইজার্সের হয়ে ফের দুরন্ত বলিং করেন ভুগনেশ্বর কুমার।
ওয়েব ডেক্স : কলকাতা নাইট রাইডার্স-কে হারিয়ে আইপিএল সেমিতে সানরাইজার্স হায়দরাবাদ। আজ তারা ২২ রানে গম্ভীর ব্রিগেডকে হারিয়ে দেয়। ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে প্রথম থেকেই ছন্দ পতন ঘটে কেকেআর-এর। সানরাইজার্সের হয়ে ফের দুরন্ত বলিং করেন ভুগনেশ্বর কুমার।
শুরুতে টসে জিতে হায়দরাবাদকে ব্যাটিং করতে পাঠান গৌতম গম্ভীর। প্রাথমিক কিছুটা ধাক্কা দিতে পারলেও, যুবরাজ সিং ও হেনরিকেজ-এর হাত ধরে লড়াইয়ে ফেরে সানরাইজার্স। যুবরাজ করেন ৪৪ রান। কেকেআর-এর পক্ষে কূলদীপ যাদব ৩টি ও হোল্ডার ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীর ও রবীন উথাপ্পা ভালো শুরু করেন। তবে, কিছু পরেই উথাপ্পা আউট হয়ে ফিরে যেতেই একের পর এক উইকেট পড়তে শুরু করে কেকেআর-এর। শেষের দিকে মণীশ পান্ডে কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হয়নি। কেকেআর ২০ ওভারে তোলে ১৪০ রান। ভুবনেশ্বর কুমার নেন ৩টি উইকেট। সেমিতে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে সানরাইজার্স।