ওয়েব ডেস্ক: আইপিএল মানেই যুবরাজ সিং। তিনি আইপিএল কখনও জেতেননি এই কথা ঠিক। কিন্তু প্রতি আইপিএলেই তাঁকে বেশি দাম দিয়ে দলে রাখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় বাকি ফ্রাঞ্চাইজিদের কাছে। এবারও দল পাল্টেছেন যুবরাজ সিং। কিন্তু তিনি এবার সবথেকে দামি ক্রিকেটার নন। তিনি এবার রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। এক ঝলকে দেখে নিন এবার কেমন দল করল সানরাইজার্স হায়দরাবাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সানরাইজার্স হায়দরাবাদ দল -


১) ইয়ন মর্গান


২) কেন উইলিয়ামসন


৩) শিখর ধাওয়ান


৪) ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)


৫) রিকি ভুই


৬) তিরুমালাসেত্তি সুমন


৭) আশিস রেড্ডি


৮) মোজেস এনরিক


৯) বিপুল শর্মা


১০) করণ শর্মা


১১) যুবরাজ সিং


১২) দীপক হুডা


১৩) বেন কাটিং


১৪) বিজয় শঙ্কর


১৫) নমন ওঝা


১৬) আদিত্য তারে


১৭) ভুবনেশ্বর কুমার


১৮) ট্রেন্ট বোল্ট


১৯) আশিস নেহরা


২০) মুস্তাফিজুর রহমান


২১) সিদ্ধার্থ কৌল


২২) বারিন্দর স্রান


২৩) অভিমুন্য মিঠুন