নিজস্ব প্রতিবেদন: সোমবার রাতেই মুম্বই এয়ারপোর্টের কাছে ড্রাগনফ্লাই নাইটক্লাব (Dragonfly club in Mumbai) থেকে ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina), পপ-গায়ক গুরু রানধাওয়া (Guru Randhawa) ও বলিউড সেলিব্রিটি সুজান খানকে (Sussanne Khan) কোভিডের নিয়ম ভাঙ্গার জন্য পুলিস গ্রেফতার করে। একইসঙ্গে আরও ৩১ জনকেও গ্রেফতার করা হয় একই স্থান থেকে। পরে অবশ্য তারা জামিনে মুক্তি পান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে এই ঘটনার পরে সুরেশ রায়না (Suresh Raina) ও গুরু রানধাওয়ার (Guru Randhawa) ম্যানেজমেন্টের তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি করে বিবৃতি জারি করা হয়।


সুরেশ রায়নার (Suresh Raina) ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়, “রায়না একটি শুটিংয়ের কাজে মুম্বইতে ছিলেন এবং শেষ করতে অনেক রাত হয়ে যায়। তাঁর এক বন্ধু তাকে ডিনারের জন্য আমন্ত্রন জানান। এরপরেই রায়নার দিল্লী ফেরার বিমান ধরার কথা ছিল। তিনি স্থানীয় নিয়মাবলী সম্পর্কে অবগত ছিলেন না। সবকিছু জানার সঙ্গে সঙ্গেই তিনি প্রশাসনের যাবতীয় নিয়ম মেনে এবং পরবর্তী পদক্ষেপগুলি মেনে চলেন। তিনি অনুশোচনা জানান ভুলবশত এই ঘটনা ঘটায়। রায়না সমস্ত সরকারি নিয়ম যথাযথভাবে পালন করেন এবং ভবিষ্যতেও করবেন।”


আরও পড়ুন- মুম্বইয়ের ক্লাবে গ্রেফতার Raina, Sussanne, Guru Randhawa; পরে জামিনে মুক্তি


প্রায় একইরকম বিজ্ঞপ্তি জারি করা হয় গুরু রানধাওয়ার (Guru Randhawa) ম্যানেজমেন্টের তরফ থেকেও। তাদের বক্তব্য অনুযায়ী ঘনিষ্ঠ কিছু বন্ধুদের সঙ্গে গুরু ডিনারে যান। তিনিও রাতের কারফিউ নিয়ে অবগত ছিলেন না এবং অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।


আরও পড়ুন- “সেট ব্যাকের জবাব কামব্যাক করেই দেব”, ভারতীয় দলকে উদ্বুদ্ধ করতে পেপটক Amitabh Bachchan-এর