“সেট ব্যাকের জবাব কামব্যাক করেই দেব”, ভারতীয় দলকে উদ্বুদ্ধ করতে পেপটক Amitabh Bachchan-এর

এরইমধ্যে বিগ বি’র পেপটক নিশ্চিত করেই মনোবল বাড়াবে ক্রিকেটারদের। শনিবার থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) আজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে ফের মাঠে নামবে ভারতীয় দল।

Updated By: Dec 22, 2020, 03:29 PM IST
“সেট ব্যাকের জবাব কামব্যাক করেই দেব”, ভারতীয় দলকে উদ্বুদ্ধ করতে পেপটক Amitabh Bachchan-এর
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: “সেট ব্যাকের জবাব কামব্যাক করেই দেব”। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের শোচনীয় পরাজয়ের পর ক্রিকেটারদের উজ্জীবিত করতে এবার আসরে নামলেন স্বয়ং বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

টুইটারে তিনি ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে তাদের ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিলেন। তিনি লেখেন, “ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। চিন্তার কিছু নেই টিম ইন্ডিয়া, শুধুই একটা খারাপ দিন, আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের সবার জীবনেই খারাপ দিন আসে তবে সেট ব্যাকের জবাব কামব্যাক করেই দেব।”

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় দিন পর্যন্ত চালকের আসনে থাকলেও তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাস্ত হয় ভারত। ৮৯ বছরের ইতিহাসে এটিই ছিল টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর। ভারতের এই খারাপ প্রদর্শনের ফলে স্বাভাবিকভাবেই তীব্র জনরোষের মুখে পড়ে ক্রিকেটাররা। তাদের পরিবারের লোকজনকেও শুনতে হয় নানা কটুক্তি।

আরও পড়ুন- মুম্বইয়ের ক্লাবে গ্রেফতার Raina, Sussanne, Guru Randhawa; পরে জামিনে মুক্তি

এরইমধ্যে বিগ বি’র পেপটক নিশ্চিত করেই মনোবল বাড়াবে ক্রিকেটারদের। শনিবার থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) আজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে ফের মাঠে নামবে ভারতীয় দল।

আরও পড়ুন- BCCI AGM:বোর্ডের বার্ষিক সভায় এনডোর্সমেন্ট নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারেন Sourav Ganguly!

.