জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি-র বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (ICC Mens T20I Cricketer) হিসাবে মনোনয়ন পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চলতি বছর সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং বিভাগের স্তম্ভ ছিলেন সূর্য। এদিকে আইসিসি-র বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (ICC Mens Emerging Cricketer) হওয়ার দৌড়ে রয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। চলতি বছর জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) অনুপস্থিতিতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় বোলিংয়ের মূল ভরসার জায়গা হিসাবে উঠে এসেছেন এই তরুণ বাঁহাতি পেসার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূর্যকে সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার খেতাব পাওয়ার জন্য লড়তে হবে জিম্বাবোয়ের সিকান্দার রাজা, ইংল্যান্ডের স্যাম কুরান এবং পাকিস্তানের রিজওয়ানের বিরুদ্ধে। অন্যদিকে সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব পেতে হলে অর্শদীপকে লড়তে হবে আরও তিন প্রতিভাবান তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে লড়তে হবে। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। 


আরও পড়ুন: Suryakumar Yadav, IND vs SL: বাবা-র কাছ থেকে পেয়েছিলেন সুখবর, কী বললেন সহ অধিনায়ক সূর্য?


আরও পড়ুন: Boxing Day Test: 'কারও পৌষ মাস, কারও সর্বনাশ'! প্রোটিয়াসরা এক ইনিংস ও ১৮২ রানে হারতে ভারতের কতটা সুবিধা হল? জেনে নিন


চলতি বছর বেশিরভাগ সময়ই টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রমতালিকায় শীর্ষস্থানে থেকেছেন সূর্য। চলতি বছর ৩১ ম্যাচে ১১৬৪ রান করেছেন তিনি। মোট ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। সূর্যই এই খেতাব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। এমনকি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন সূর্য। চলতি বছর ৩১ ম্যাচে ১১৬৪ রান করেছেন তিনি। মোট ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। সূর্যই এই খেতাব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। 


এদিকে চলতি বছর ২১টি টি-টোয়েন্টি ম্যাচে অর্শদীপের উইকেটের সংখ্যা ৩৩। ২০২২ সালে আবার একদিনের ক্রিকেটেও অভিষেক হয়েছে অর্শদীপের। স্বাভাবিকভাবেই সেরা উদীয়মান তারকা হওয়ার দৌড়ে ভালোমতোই রয়েছেন তিনি। তবে বছরটা ভারতীয় ক্রিকেটের জন্য একেবারেই ভালো ছিল না। দ্বিপাক্ষিক সিরিজে ভাল পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। টানা ১৪টি সিরিজ জেতার বিশ্বরেকর্ডও গড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের ব্যর্থতা অব্যাহত ছিল এবছরও। এশিয়া কাপ এবং (Asia Cup 2022) বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) দু’টি বড় প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়েছে 'মেন ইন ব্লু' ব্রিগেড। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)