জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে বিশ্বের দু'নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বিগত ৬-৭ মাস নীল জার্সিতে টি-২০ ফরম্যাটে সূর্য বাইশ গজে ত্রাসের সঞ্চার করেছে মুম্বইয়ের বছর বত্রিশের ক্রিকেটার। ভারতের 'মিস্টার ৩৬০'। প্রোটিয়া অলরাউন্ডার ওয়েন পার্নেল সম্প্রতি জানিয়েছেন যে, সূর্য যখন নিজের ছন্দে থাকেন, তখন কোনও বোলারই বুঝে উঠতে পারেন না যে, তাঁকে কোথায় বল করতে হবে। কারণ সূর্যর বল মারার ক্ষমতা প্রকৃত অর্থেই ৩৬০ ডিগ্রি। অজি কোচ অ্যানড্রিউ ম্যাকডোনাল্ড বলেছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) সূর্য ভয়ংকর হয়ে উঠবেন। দুয়ারে কড়া নাড়ছে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ। পারথে ভারতীয় দল অনুশীলন শুরু করে দিয়েছে। মাঠে নেমে পড়ছেন সূর্যও। নেটে ব্যাট হাতে নিজের কাজ শুরু করে দিয়েছেন সূর্য। সেই ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই (BCCI)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূর্য ভিডিয়োতে বলেছেন, 'আমি অস্ট্রেলিয়ায় আসার জন্য মুখিয়ে ছিলাম। প্রথম প্র্যাকটিস সেশন সারলাম। মাঠে নেমে হেঁটেছি, দৌড়েছি। প্রথম নেট সেশন করে অসাধারণ লেগেছে। এখানকার পিচ বুঝতে চেয়েছিলাম, উইকেটে কেমন পেস থাকে, সেটাও দেখার ছিল। একটু ধীরেই শুরু করেছি। অদ্ভুত রোমাঞ্চ কাজ করছে। একই সঙ্গে নিজেকে একটা প্রক্রিয়ার মধ্যে রাখাও জরুরি।  অনুশীলনে পিচের বাউন্স, উইকেটের গতি, মাঠের আকার-আকৃতি এগুলোও বোঝার ছিল। সবাই বলে এখানকার মাঠ বড়। সে বুঝেই গেমপ্ল্যান বানাচ্ছি। এটাই গুরুত্বপূর্ণ। এই পরিবেশে রান করার বিষয়টিও দেখতে হবে। হাল্কা বৃষ্টি হয়েছে। অনেকটা ভারতের মতো। দিনের বেলা পরিবেশ দুর্দান্ত। সত্যি খেলার জন্য মুখিয়ে আছি।'



আরও পড়ুন: Virat Kohli, T20 World Cup 2022: পারথের নেটে আগুন জ্বালছেন বিরাট, নিমেষে ভাইরাল ভিডিয়ো


আগামী ২৩ অক্টোবর 'মাদার অফ অল ব্যাটেল' দিয়েই ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু হবে। চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। মেলবোর্নে মুখোমুখি হবে দুই দল। গত বৃহস্পতিবার ভোরেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ক্যাঙারুর দেশে সবার আগে পা রেখেছে নীল জার্সিধারীরা। আয়োজক দেশে দিন ১৬-১৭ আগে চলে আসার নেপথ্যে টিম ম্যানেজমেন্টের একটাই ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে আগাম মানিয়ে নেওয়া। অস্ট্রেলিয়ায় পা রেখেই কিন্তু ভারতীয় দল অনুশীলন শুরু করে দিয়েছে। গতকাল বিরাট কোহলিও নেটে অনুশীলন করছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)