নিজস্ব প্রতিবেদন: যে দলটার বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্যাচে ৭ উইকেটে জিতে বাংলা নক-আউটের ছাড়পত্র পেয়েছিল, এ বার সেই কর্নাটকের (Karnataka) বিরুদ্ধে ফের কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে সুদীপ চট্টোপাধ্যায়ের (Sudip Chatterjee) দল। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতার (Syed Mushtaq Ali T20) শেষ আটের ম্যাচে মনীশ পান্ডের (Manish Pandey) দল বদলা নিতে বদ্ধপরিকর। তবে বঙ্গব্রিগেডও ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা এ সফরের জন্য দুটি দল একাধিক প্রথমসারির ক্রিকেটারের সার্ভিস পাবে না। বাংলা দল যেমন ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণ ও ইশান পোড়েলের অভাব অনুভব করবে, ঠিক তেমনই কর্নাটক দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ও দেবদত্ত পাডিকালকে পাচ্ছে না। সুদীপ বললেন, "দুটি দলেরই একই রকম পরিস্থিতি। তাছাড়া এই ফরম্যাটেও আগেভাগে কিছু বলা যায় না। তবে আমরা আক্রমণাত্মক মেজাজ বজায় রেখেই খেলব। শুধু এই ম্যাচ নয়। পুরো মরসুম জুড়েই আমরা আক্রমণাত্মক মেজাজেই খেলব।" 


আরও পড়ুন: ISL 2021: Roy Krishna ছাড়াও ATK Mohun Bagan-এর বাকি দুই ক্যাপ্টেন কে?


প্রি-কোয়ার্টার ফাইনালে সৌরাস্ট্রের কাছে প্রায় হেরেই যাচ্ছিল কর্নাটক। শেষ পর্যন্ত একা হাতে ম্যাচ বের করে আনেন অভিষেক ঘটানো অভিষেক ঘটানো অভিনব মনোহর। ৪৯ বলে অপরাজিত ৭০ রানের সৌজন্যে ২ উইকেটে ম্যাচ জিতে যায় কর্নাটক। বিপক্ষের এই অজ্ঞাত শক্তি সম্পর্কেও তথ্য তুলে রেখে বঙ্গ টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচ যেহেতু দুপুর ১টার সময় তাই এখনই চূড়ান্ত একাদশ নিয়ে বিশদে আলোচনা করতে রাজি নন সুদীপ। সুদীপ যোগ করলেন, "প্রথম রাউন্ডে স্পিনাররা বড় ভূমিকা নিয়েছিল। তবে দিল্লির উইকেট একটু আলাদা। তাই এখানে ৪-২ না ৩-৩ ফর্মেশনে বোলিং সাজাব সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ম্যাচের আগে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।" 


আরও পড়ুন: INDvsNZ: দলের স্বার্থে সব জায়গায় ব্যাট করতে রাজি Venkatesh Iyer


বিপক্ষে বড় নাম থাকলে বাংলার কাছেও রয়েছেন শ্রীবৎস গোস্বামী। রয়েছেন ফর্মে থাকা শাহবাজ আহমেদ। সেটা মনে করিয়ে দিয়ে বঙ্গ অধিনায়ক শেষে যোগ করেন, "কর্নাটক দেশের অন্যতম শক্তিশালী দল। তবে আমাদের দলেও শ্রী ও শাহবাজের মতো ক্রিকেটার আছে। তাছাড়া বাকিরাও ছন্দে রয়েছে। তাই আমাদের দল শেষ পর্যন্ত লড়াই করবে।" 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)