সৌরভ পাল: বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মহারণে অল টাইম ফেভারিট ভারত। একদিনের আন্তর্জাতিক থেকে টি-টোয়েন্টি ফরম্যাট, ভারতকে পরাজিত করার নজির পাকিস্তানের নেই। কিন্তু ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে ফেভারিট পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী ইডেনে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ৪ বার। আর ৪ বারই হার ভারতের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার ২২ গজের মহারণের দকে নজর থাকবে গোটা বিশ্বের। নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে ভারত। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ইডেনে বড় জয় দিয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। আবার বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি টিম ভারতের 'লাকি লাক' একটা বিগ ফ্যাক্টর, ২০০৭ সালে নিউজিল্যান্ডের সঙ্গে হেরেই অভিযান শুরু করেছিল ভারত, আর চ্যাম্পিয়ন হয়েছিলেন ধোনিরা।


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান


১৪ সেপ্টেম্বর, ২০০৭, ডারবান।
ভারত-১৪১/৯ পাকিস্তান-১৪১/৭
Bowl Out-নিয়মে জেতে ভারত।
ম্যান অব দ্য ম্যাচ মহম্মদ আসিফ।


১৪ সেপ্টেম্বর, ২০০৭, জোহানেসবার্গ।
ভারত-১৫৭/৫ পাকিস্তান -১৫২/৭
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ৫ রানে।  ম্যান অব দ্য ম্যাচ ইরফান পাঠান।


৩০ সেপ্টেম্বর, ২০১২, কলম্বো।
পাকিস্তান-১২৮/১০ ভারত-১২৯/২
ভারত ম্যাচ জেতে ৮ উইকেটে। ম্যান অদ দ্য ম্যাচ বিরাট কোহলি।


২১ মার্চ, ২০১৪, মিরপুর।
পাকিস্তান-১৩০/৭ ভারত-১৩১/৩
৭ উইকেটে জয়ী ভারত।
ম্যান অব দ্য ম্যাচ অমিত মিশ্রা।



ইডেনে ভারত-পাকিস্তান মহারণ (আন্তর্জাতিক একদিনের ম্যাচ)


১৮ ফেব্রুয়ারি, ১৯৮৭
ভারত-২৩৮/৬ পাকিস্তান-২৪১/৮
পাকিস্তান ম্যাচ যেতে ২ উইকেটে। ম্যান অদ দ্য ম্যাচ হন পাকিস্তানের সেলিম মালিক।


২৮ নভেম্বর, ১৯৮৯
পাকিস্তান-২৭৯/৭ ভারত-২০২ অল আউট
৭৭ রানে জয়ী পাকিস্তান। ম্যান অব দ্য ম্যাচ ইমরান খান।


১৩ নভেম্বর, ২০০৪
ভারত-২৯২/৬ পাকিস্তান-২৯৩/৪
৬ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। ম্যান অব দ্য ম্যাচ সালমান ব্যাট।


৩ জানুয়ারি, ২০১৩
পাকিস্তান-২৫০ ভারত-১৬৫
৮৫ রানে ম্যাচ জেতে পাকিস্তান। নাসির জামসেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।