Rohit Sharma । ICC T20 World Cup 2022: নেট সেশনে হাতে চোট রোহিতের, আইস প্যাক লাগিয়ে ফিরলেন অনুশীলনে
চলতি বিশ্বকাপে সেইভাবে জ্বলে উঠতে দেখা যায়নি অধিনায়ক রোহিতকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস সহ বিশ্বকাপে তাঁর মোট রান মাত্র ৮৯। ফর্মের খোঁজে মরিয়া অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরতে পারেন কিনা সেই দিকে নজর থাকবে সকলের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ICC T20 বিশ্বকাপ ২০২২ সেমিফাইনালের মাত্র কয়েকদিন আগে টিম ইন্ডিয়া একটি সমস্যার সম্মুখীন হয়েছে। মঙ্গলবার মেলবোর্ন থেকে আসার পর অ্যাডিলেডের নেটে ব্যাট করার সময় অধিনায়ক রোহিত শর্মা তার ডান হাতে চোট পেয়েছিলেন।
রোহিত নেটে থ্রোডাউন নিচ্ছিলেন যখন তাঁর ডান হাতে চোট লাগে। ফিজিও তৎক্ষণাৎ মাঠে ছুটে যান ভারতীয় অধিনায়ককে চেক করার জন্য। এরপরেই তিনি নেট ছেড়ে চলে যান।
ভারতীয় অধিনায়ক তার হাতের চিকিৎসার পরে ফের নেট সেশন শুরু করেন।
ভারত বৃহস্পতিবার জস বাটলারের দলের মুখোমুখি হতে প্রস্তুত। এর একদিন আগে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
জানা গিয়েছে থ্রোডাউন স্পেশালিস্ট রঘুর ছোড়া বল লাগে রোহিতের হাতে। ৪০ মিনিট বসে শুশ্রূষা নেওয়ার পর নেটে ফের ব্যাট করতে আসেন রোহিত। যদিও দ্রুত ব্যাটিং অনুশীলনের পরে নেট থেকে উঠে যান তিনি।
আরও পড়ুন: Virat Kohli | Ricky Ponting: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে থাকবেন বিরাট! কেন এই কথা বললেন অজি কিংবদন্তি?
চলতি বিশ্বকাপে সেইভাবে জ্বলে উঠতে দেখা যায়নি অধিনায়ক রোহিতকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস সহ বিশ্বকাপে তাঁর মোট রান মাত্র ৮৯। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি পাঁচ ম্যাচে ২৪৬ রান করে টুর্নামেন্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। পাশাপাশি সূর্যকুমার যাদব ১৯৩.৯৬ স্ট্রাইক-রেটে ২২৫ রান করেছেন।
আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনাল খেলতে নামছে রোহিত বাহিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক রোহিতের রেকর্ড খুবই ভাল। ১৪ ম্যাচে ৩৮৩ রান করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শতরান একটি এবং অর্ধশতরান দুটি। ১৪৩.৪৫ স্ট্রাইক রেটে তাঁর অ্যাভারেজ ৩৪.৮২।
ফর্মের খোঁজে মরিয়া অধিনায়ক প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরতে পারেন কিনা সেই দিকে নজর থাকবে সকলের।