নিজস্ব প্রতিবেদন : জীবনের ময়দান থেকে দিগন্তে হারিয়ে গিয়েছেন দিয়েগো। ২৫ নভেম্বর, হঠাৎ হার্ট অ্যাটাক! আর তারপরই ঠিকানাহীন দেশে ফুটবল কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona)। ছিয়াশির বিশ্বজয়ী মহানায়কের আকস্মিক প্রয়াণে শোক ছড়িয়ে পড়েছে হাহাকার হয়ে। আপামর ভক্তকে কাঁদিয়ে ঈশ্বরের আপন দেশে চলে গিয়েছেন 'ফুটবল ঈশ্বর'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ICC'র উচিত্ DRS নিয়ম ভালো করে খতিয়ে দেখা: Sachin Tendulkar


তবে ফুটবল যতদিন থাকবে ততদিন থেকে যাবেন মারাদোনা (Diego Maradona)। মানুষের মননে থেকে যাবে তাঁর বাঁ পায়ের জাদু। প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ জানাল তামিলনাডুর একটি বেকারি। ৬ ফুটের মারাদোনার স্ট্যাচু তৈরি করেছে রামনাথপুরমের (Ramanathapuram, Tamil Nadu) ওই বেকারি।


 



৬০ কেজি চিনি, ২৭০টি ডিম দিয়ে তৈরি হয়েছে ৬ ফুটের কেকের মারাদোনা। রামনাথপুরমের (Ramanathapuram, Tamil Nadu) বেকারির বাইরে রাখা রয়েছে সেই 'কেকের মারাদোনা'। কিংবদন্তিকে কেকের মাধ্যমে এই শ্রদ্ধার্ঘ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।



আরও পড়ুন - Lionel Messi'কে হারিয়ে শতাব্দীর সেরা ফুটবলার হলেন Cristiano Ronaldo