জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনিয়র জাতীয় দলের হেড কোচ (Senior India National Team head coach) ইগর স্টিমাচ, আসন্ন এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup Qatar 2023) জন্য় ৫০ জনের সম্ভাব্য় স্কোয়াড ঘোষণা করে দিলেন। আগামী মাসে দোহায় শুরু এশিয়ান কাপ। ২০২৪ সালের ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কাতারে বসবে আসর। চলতি বছর চিনে এই প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা ছিল। তবে করোনার জন্য শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা কাতারে চলে আসে। সুনীল ছেত্রী (Sunil Chhetri) অ্যান্ড কোং আগামী ৩০ জানুয়ারি দোহা উড়ে যাচ্ছে। তারপর কাতারে সরাসরি এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করে দেবেন স্টিমাচের শিষ্য়রা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH: কানে বজরংবলীর গান সর্বক্ষণ, বাঁদরের কামড়েই বিরাট বদল! রিঙ্কু শোনালেন অজানা গল্প



ভারত রয়েছে 'বি' গ্রুপে। যাকে 'গ্রুপ অফ ডেথ' বললেও ভুল হবে না। সুনীলরা খেলবেন অস্ট্রেলিয়া (১৩ জানুয়ারি), উজবেকিস্তান (১৮ জানুয়ারি) ও সিরিয়া (২৩ জানুয়ারি) মতো তিনটি শক্তিশালী দলের বিরুদ্ধে। প্রতি গ্রুপের শীর্ষস্থানে শেষ করা দলের সঙ্গে তৃতীয় স্থানে শেষ করা সেরা চার দল (ছয়ের মধ্য়ে) রাউন্ড অফ সিক্সটিনে খেলবে। ভারত এই নিয়ে পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। ভারত এর আগে ১৯৬৪, ১৯৮৪, ২০১১ এবং ২০১৯ সালে অংশ নিয়েছিল। ১৯৬৪ সালে প্রথমবার খেলতে নেমে রানার্সও হয়েছিল ভারত। তবে ২০১৯ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় 'ব্ল্য়ু টাইগার্সকে'।



 ৫০ জনের সম্ভাব্য় দলে যাঁরা সুযোগ পেলেন:


গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ, ধীরজ সিং মোইরাংথেম ও গুরমীত সিং চাহাল


ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, বিকাশ ইউমনাম, লালচুংনুনগা, সন্দেশ ঝিঙ্গন, নিখিল পূজারি, চিংলেনসানা সিং, প্রীতম কোটাল, হরমিপাম রুইভা, শুভাশিস বসু, আশিস রাই, আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নরেন্দ্র গেহলট ও আমে রানাওয়াড়ে


মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, রোহিত কুমার, ব্রেন্ডন ফার্নান্ডেজ, উদান্ত সিং কুমাম, ইয়াসির মহম্মদ, জিকসন সিং থৌনাওজাম, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, গ্লেন মার্টিন্স, লিস্টন কোলাসো, দীপক টেংরি, লালেংমাউইয়া রালতে, বিনীত রাই, নিনথোইংগানবা মিতেই ও নাওরেম মহেশ সিং
 
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, রহিম আলি, ফারুখ চৌধুরি, নন্দকুমার সেকর, শিব শক্তি নারায়ণন, রাহুল কেপি, ঈশান পণ্ডিতা, মনবীর সিং, কিয়ান নাসিরি, লালিয়ানজুয়ালা চাংতে, গুরকিরত সিং, বিক্রম প্রতাপ সিং, বিপীন সিং থৌনাওজাম, পার্থির গোগোই ও জেরি মাউয়িহিমিংথাঙ্গা


আরও পড়ুন: Paras Mhambrey: 'শামি-বুমরা শিল্পী, তৈরি করা যায় না'! অকপট ভারতের বোলিং কোচ



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)