নিজস্ব প্রতিবেদন: ম্যাঞ্চেস্টারে মহারণ। মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে আজ মাস্ট উইন গেম ক্যারিবিয়ানদের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এদিন টস জিতে ব্যাটিং নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় দল অবশ্য আফগানিস্তান ম্যাচের প্রথম একাদশই অপরিবর্তিত রেখেছে। অর্থাত্ উইনিং কম্বিনেশনে কোনও বদল আনেনি। চার নম্বরে বিজয় শঙ্করের ওপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে ভুবি ফিট হলেও আফগানদের বিরুদ্ধে হ্যাটট্রিক করা মহম্মদ শামি খেলছেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে।



আজ মাত্র ৩৭ রান করলেই বিশ্বরেকর্ড করে ফেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যে দ্রুততম হিসাবে ১১ হাজার রান করে রেকর্ড বুকে নাম তুলেছেন কোহলি। এই মুহূর্তে ১৯, ৯৬৩ আন্তর্জাতিক রানের মালিক কোহলি। অর্থাত্, আর মাত্র ৩৭ রান করলেই কোহলি ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হবেন। বিশ্বের ১২তম ও ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে এই রেকর্ড গড়ার সামনে কোহলি। এর আগে সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড় এই রেকর্ডের মালিক।


আরও পড়ুন - বিশ্বরেকর্ডের থেকে মাত্র ৩৭ রান দূরে বিরাট কোহলি