বিশ্বরেকর্ডের থেকে মাত্র ৩৭ রান দূরে বিরাট কোহলি

Jun 26, 2019, 19:59 PM IST
1/5

রেকর্ডের সামনে কোহলি

রেকর্ডের সামনে কোহলি

আর মাত্র ৩৭ রান করলেই বিশ্বরেকর্ড করে ফেলবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যে দ্রুততম হিসাবে ১১ হাজার রান করে রেকর্ড বুকে নাম তুলেছেন কোহলি। 

2/5

রেকর্ডের সামনে কোহলি

রেকর্ডের সামনে কোহলি

কাল ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেই বিরাট কোহলির বিশ্বরেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। কাল মাত্র ৩৭ রান করলেই কোহলি নতুন রেকর্ড গড়বেন। 

3/5

রেকর্ডের সামনে কোহলি

রেকর্ডের সামনে কোহলি

এই মুহূর্তে ১৯, ৯৬৩ আন্তর্জাতিক রানের মালিক কোহলি। অর্থাত্, আর মাত্র ৩৭ রান করলেই কোহলি ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হবেন। 

4/5

রেকর্ডের সামনে কোহলি

রেকর্ডের সামনে কোহলি

বিশ্বের ১২তম ও ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে এর রেকর্ড গড়ার সামনে কোহলি। এর আগে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ে এই রেকর্ডের মালিক।

5/5

রেকর্ডের সামনে কোহলি

রেকর্ডের সামনে কোহলি

কোহলি দ্রুততম হিসাবে ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হওয়ার সামনে। সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হতে সময় নিয়েছিলেন ৪৫৩ ইনিংস। কোহলি সেখানে ৪১৬ ইনিংস খেলেছেন এখনও পর্যন্ত।