নিজস্ব প্রতিবেদন :  আর শ্রীধরের তত্বাবধানে ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং অবিশ্বাস্যভাবে উন্নতি করেছে বলেই মনে করছে দেশের ক্রিকেট মহল। সেই রামাকৃষ্ণণ শ্রীধরকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় দলের সেরা ফিল্ডার কে? উত্তরে এক দশকের মধ্যে সেরা ফিল্ডারের নাম বলে দিলেন শ্রীধর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাত্কারে আর শ্রীধর জানান, "আমি খুব বেশি পিছনের দিকে যাব না। তবে এটা বলতে পারি গত এক দশকে ভারতের সেরা ফিল্ডার জাদেজা।" তিনি আরও বলেন, "মাঠে জাড্ডুর (রবীন্দ্র জাদেজা) উপস্থিতি দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। ও এমন একজন, যে তার ফিল্ডিং দিয়ে প্রতিপক্ষকে সবসময় চাপে রাখে। মাঠে তার উপস্থিতিটা বোঝা যায় ভালোরকমই।"


আরও পড়ুন - বিসিসিআই-এর প্রস্তাবে কিছুটা রাজি বিসিবি, ক্রিকেটাররা চাইলে ইডেনেই দিন-রাতের টেস্ট!
 
ভারতীয় দলের ফিল্ডিংয়ে সাফল্যের রসায়ন প্রসঙ্গে শ্রীধর জানান, ক্রিকেটারদের মানসিকতা ও ফিটনেস- দুটোই অপরিহার্য। আর সেই কারণেই ফিল্ডিংয়ে এই সাফল্য। সেই সঙ্গে স্লিপ ফিল্ডারে উন্নতি প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন।