নিজস্ব প্রতিবেদন:  আইপিএল শেষে আড়াই মাসের লম্বা অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দল। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। 'নিউ নর্মাল' টিম ইন্ডিয়া। নতুন পিপিই কিট পরে নানান মুডে দেখা গেল বিরাট কোহলি, কেএল রাহুল, উমেশ যাদব, বিরাট  হার্দিক পান্ডিয়াদের। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে 'রেট্রো' জার্সিতে মাঠে নামবেন কোহলিরা!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টিম ইন্ডিয়ার নীল জার্সি নাকি আরও গাঢ় নীল রঙের হতে চলেছে। অনেকটা ১৯৯২ সালের বিশ্বকাপের মতো জার্সি পরে মাঠে নামবেন কোহলিরা। ইতিমধ্যে সেই জার্সির ছবি সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও এ বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। ২৭ নভেম্বর থেকে শুরু হবে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ, তিন ম্যাচের টি -টোয়েন্টি সিরিজ আর চার টেস্টের সিরিজ খেলবে ভারত।


 





একনজরে দেখে নিন সম্পূর্ণ সফর সূচি-


প্রথম একদিনের ম্যাচ- ২৭ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
দ্বিতীয় একদিনের ম্যাচ- ২৯ নভেম্বর  (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় একদিনের ম্যাচ- ১ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)


প্রথম টি-টোয়েন্টি ম্যাচ- ৪ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৬ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৮ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)


এরপর ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ-
প্রথম টেস্ট : ১৭-২১ ডিসেম্বর (অ্যাডিলেড ওভাল, দিন-রাতের টেস্ট)
দ্বিতীয় টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টেস্ট: ৭-১১ জানুয়ারি, ২০২১ (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
চতুর্থ টেস্ট:  ১৫-১৯ জানুয়ারি, ২০২১ (গাব্বা, ব্রিসবেন)


 


আরও পড়ুন - IPL 2020: মুম্বইকে এক অবিশ্বাস্য দল বললেন ব্রায়ান লারা