Team India: T20 World Cup-এর আগে Rohit-এর Team India-র ঠাসা সূচি, দেখে নিন
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলতে নামছে টিম ইন্ডিয়া। নেতৃত্ব দেবেন কে এল রাহুল (KL Rahul)। এই সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) বিশ্রাম নিলেও, আগামী ছয় মাস কিন্তু এই দুই মহা তারকার ব্যস্ততা তুঙ্গে থাকবে।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল (IPL) মিটে গিয়েছে। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য প্রস্তুতি নেওয়ার পালা। সেইজন্য লক্ষ্য সামনে নিয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলতে নামছে টিম ইন্ডিয়া। নেতৃত্ব দেবেন কে এল রাহুল (KL Rahul)। এই সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) বিশ্রাম নিলেও, আগামী ছয় মাস কিন্তু এই দুই মহা তারকার ব্যস্ততা তুঙ্গে থাকবে।
ঘরের মাঠে প্রোটিয়াসদের বিরুদ্ধে সিরিজ ছাড়াও আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় দল এশিয়া কাপ ২০২২, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রায় ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের ক্রিকেট সূচি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – জুন (৫ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ)
ভারতের আয়ারল্যান্ড সফর – জুন (২ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ)
ভারতের ইংল্যান্ড সফর - জুন-জুলাই (১ টি টেস্ট, ৩টি ওডিআই, ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ)
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর – জুলাই-অগাস্ট (৩ টি ওডিআই, ৫ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ)
ভারতের শ্রীলঙ্কা সফর – অগাস্ট (২ টি-টোয়েন্টি)
এশিয়া কাপ ২০২২ – অগাস্ট-সেপ্টেম্বর (টি-টোয়েন্টি ফরম্যাট)
ভারত বনাম অস্ট্রেলিয়া – সেপ্টেম্বর (৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ)
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২– অক্টোবর-নভেম্বর
আরও পড়ুন: IND vs SA: Kagiso Rabada মহড়া নেওয়ার আগে কবে মিলিত হচ্ছে KL Rahul-এর Team India?