জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই আয়ারল্যান্ড (India Tour Of Ireland) উড়ে যাবে ভারতীয় দল। এরপর সেই সিরিজ শেষ হলে, হাইভোল্টেজ এশিয়া কাপের (Asia Cup 2023) লড়াই। এর আগে ২০২৩-২৪ মরসুমে ঘরের মাঠে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) খেলার সূচি প্রকাশ করল বিসিসিআই (BCCI)। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ৭ মার্চের মধ্যে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া (Australia), আফগানিস্তান (Afghanistan) এবং ইংল্যান্ড (England)। ঘরের মাঠে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) আগে ও পরে আগামী ছয় মাসে এই তিন দেশের বিরুদ্ধে তিনটি ওডিআই, আটটি টি-টোয়েন্টি ও পাঁচটি টেস্ট খেলবে ভারতীয় দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯ নভেম্বর আসন্ন বিশ্বকাপের ফাইনাল। ভারতীয় দল মেগা ফাইনাল খেললেও, কিন্তু রোহিত-বিরাটদের একেবারেই স্বস্তি নেই। কারণ কাপ যুদ্ধ মিটে যাওয়ার মাত্র তিন দিন পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে নামবে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে আয়োজিত হবে। দ্বিতীয় ম্যাচ ২৬ নভেম্বর ত্রিবান্দ্রমে। ২৮ নভেম্বর তৃতীয় ম্যাচ গুয়াহাটিতে। ১ ডিসেম্বর চতুর্থ ম্যাচ নাগপুরে। পঞ্চম ম্যাচ আয়োজিত হবে হায়দরাবাদে ৩ ডিসেম্বর।


অবশ্য বিশ্বকাপে নামার আগে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে তিন ম্যাচে ওডিআই সিরিজ খেলবে ভারত। গত দু'বার ৫০ ওভারের সিরিজে ভারতের মাটিতে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে কাপ যুদ্ধে নামার আগে কি ভারতীয় দল বদলা নিতে পারবে? সেটাই সবার মনে প্রশ্ন। ২২ সেপ্টেম্বর প্যাট কামিন্সদের বিরুদ্ধে প্রথম ওডিআই মোহালিতে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় এক দিনের ম্যাচ হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। ২৭ সেপ্টেম্বর দু’দলের তৃতীয় এক দিনের ম্যাচ হবে রাজকোটে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোনও খেলা নেই ভারতীয় দলের।  



আরও পড়ুন: Harmanpreet Kaur Ban: এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা! আনস্পোর্টিং আচরণের জন্য দুই ম্যাচ নির্বাসিত হলেন হরমন


আরও পড়ুন: Virat Kohli: বিশ্বের ধনী ক্রীড়াবিদদের তালিকায় ফের নিজের নাম লেখালেন বিরাট


অস্ট্রেলিয়ার পর ভারত সফরে আসবে আফগানিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। রশিদ খানেদের বিরুদ্ধে প্রথম ম্যাচ আগামী বছরের ১১ জানুয়ারি মোহালিতে। দ্বিতীয় ম্যাচ হবে ১৪ জানুয়ারি ইন্দোরে। তৃতীয় ম্যাচ ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে আয়োজিত হবে। 


সেই সিরিজ শেষ হলে শুরু হবে পাঁচ ম্যাচের হাইভোল্টেজ টেস্ট সিরিজ। বেন স্টোকস-জো রুটদের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে রোহিতে ভারত। সদ্য শেষ হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ২০২৪ সালের ২৫ জানুয়ারি হায়দরাবাদে। 


অর্থাৎ, ছ’মাস পর আবার লাল বলের ক্রিকেট খেলবে ভারতীয় দল। সিরিজের দ্বিতীয় টেস্ট ২ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি রাজকোটে। চতুর্থ টেস্ট ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি রাঁচিতে। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট হবে ৭ থেকে ১১ মার্চ ধর্মশালা।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)