নিজস্ব প্রতিবেদন : বছরের প্রথম ম্যাচ। আর তাতে বছরের প্রথম জয়ের খোঁজ। গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচ খেলতে নামবে বিরাট কোহলি অ্যান্ড কোং। তিন ম্যাচের সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে এই তিন ম্যাচ যেন ভারতীয় দলের কাছে স্টেজ রিহার্সাল-এর মতো। টি-২০-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স অবশ্য বরাবর ভাল। এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ১৬টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। তার ১১টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা জিতেছে পাঁচটি ম্যাচে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  নাগরিকত্ব আইন সমর্থন করেন? মুখ খুললেন বিরাট কোহলি


আজ সিরিজের প্রথম ম্যাচে কেমন দল নামাতে পারে টিম ইন্ডিয়া! দেখে নেওয়া যাক। 


ওপেনিং- শিখর ধাওয়ান ও কে এল রাহুলের ওপেনিং জুটিতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। চোট কাটিয়ে দীর্ঘদিন পর ফিরছেন গব্বর। এদিকে, রাহুল ফর্মে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের ফোয়ারা ছুটিয়েছিলেন তিনি।


মিডল অর্ডার- তিনে বিরাট কোহলি। চার নম্বরে নামতে পারেন শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফর্ম করেছেন শ্রেয়স।


অলরাউন্ডার- রবীন্দ্র জাদেজাকে আজ প্রথম একাদশে রাখতে পারেন কোহলি। সুযোগ পেতে পারেন শিবম দুবে।


উইকেটকিপার- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভাল পারফর্ম করেছিলেন ঋষভ পন্থ। আজও উইকেটের পিছনে তাঁকে দেখা যাবে।


বোলিং বিভাগ- জসপ্রিত বুমরা চোট কাটিয়ে ফিরেছেন। তাঁর সঙ্গে নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর থাকতে পারেন। চায়নাম্যান কুলদীপ যাদব আজ দলে সুযোগ পেতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। 


প্রথম একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।